Jalpaiguri News: ভালবাসার টানে যুবকের বাড়ির সামনে ধরনায় অন্য যুবক! এক অন্যরকম ভালবাসার সাক্ষী  ধূপগুড়ি

Last Updated:

Jalpaiguri News: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ । ধরনায় বসা যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
জলপাইগুড়ি: এই অন্য রকমের ভালবাসার সাক্ষী থাকল ধূপগুড়িবাসী ,বিয়ের দাবিতে ধরণা শুধুমাত্র নারী পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নেই। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ভোটপাড়া এলাকায় এক যুবকের বাড়িতে ধরনায় বসেছিল অপর এক যুবক।‌
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ । ধরনায় বসা যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, ধরণায় বসছে যে যুবক তার বাড়ি ধূপগুড়ির খোলইগ্রাম স্টেশন সংলগ্ন ভোটপাড়া এলাকায়। অপর যুবকের বাড়ি মোরঙ্গা চৌপথি সংলগ্ন এলাকায়। যুবকের বাড়িতে যুবক ধরনা দিয়েছে এই খবর চাউর হতেই ভিড় জমায় প্রচুর মানুষ।
advertisement
advertisement
আরও পড়ুন - শুষ্ক গরম, কলকাতায় লাফিয়ে বাড়বে তাপমাত্রা, শহর পুড়ছে ৩৮ ডিগ্রিতে, বাঁকুড়ায় প্রায় ৪০
ধরনায় বসা যুবকের দাবি, প্রায় তিন-চার বছর আগে একসঙ্গে কাজ করার দরুণ , তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। এমনকি তার কাছে প্রেমের প্রমাণও রয়েছে। তিনি বলেন, `তাই ভালবাসার টানে চলে এসেছি আমার প্রিয় মানুষকে নিতে এবং তার বাড়ির মানুষ তাঁকে বাধা দিচ্ছে। আমার প্রিয় মানুষকে পাওয়ার জন্যই ধরনায় বসেছি।'
advertisement
প্রসঙ্গত জানা গিয়েছে কাজের সূত্রে বহুদিন একসঙ্গে দুজন যুবক আলাপ আলোচনা হয়। তার থেকে এই দুজন সমকামী প্রেমের সূচনা তাই একজনের বাড়িতে বাধা দেওয়ার কারণে আর একজন সঙ্গী এসে বাড়ির সামনে ধরনায় বসেছে।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ভালবাসার টানে যুবকের বাড়ির সামনে ধরনায় অন্য যুবক! এক অন্যরকম ভালবাসার সাক্ষী  ধূপগুড়ি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement