Jalpaiguri News: গিয়েছিলেন ব্যাঙ্কে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতে! তারপরেই উধাও গৃহবধূ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Jalpaiguri News: পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১০ ফ্রেবুয়ারি বাড়ি থেকে ব্যাঙ্ক যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিল শিবু অধিকারীর স্ত্রী উমা অধিকারী।
জলপাইগুড়ি: ব্যাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে উধাও হয়ে গেল এক গৃহ বধূ।দুই সন্তানকে রেখে এভাবে গৃহ বধূর উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি ব্লকের উত্তর খট্টিমারী এলাকায়। নিখোঁজ গৃহবধূর নাম উমা অধিকারী। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১০ ফ্রেবুয়ারি বাড়ি থেকে ব্যাঙ্ক যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিল শিবু অধিকারীর স্ত্রী উমা অধিকারী।
কিন্তু এরপর ওই গৃহবধূ আর বাড়িতে ফেরেনি।এরপর তার স্বামী ও পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজ চালায় তবুও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।মা কে না পেয়ে ভেঙে পড়েছে সন্তানরা। বিভিন্ন জায়গার খোজ করার পর শিবু অধিকারী অবশেষে শুক্রবার স্ত্রীকেফিরে পেতে ধূপগুড়ি থানার দ্বারস্ত হয়েছেন। নিখোঁজ গৃহবধুর পরিবারের তরফে থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছে।
advertisement
advertisement
এ বিষয় নিয়ে পরিবার সূত্রে জানা যায় বাড়ির থেকে বেড়িয়ে ছিল ১০ তারিখে লোনের টাকা জমা দিতে ব্যাংকে সেদিন থেকে আর বাড়িতে ফিরে নেই বাড়ির বউ।
advertisement
চিন্তায় আমরা গোটা পরিবার তাই আজ পুলিশ দ্বারস্থ ।
এই বিষয় স্বামী শিবু অধিকারী বলেন বহু দিন ধরে স্ত্রী আমার সঙ্গেঝগড়া করছে । আমি চার বছর পর বাড়িতে ফিরি। বাইরে কাজে ছিলাম।
----সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 6:30 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: গিয়েছিলেন ব্যাঙ্কে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতে! তারপরেই উধাও গৃহবধূ