Jalpaiguri News: নারী সুরক্ষার নানা চিত্র,সমাজকে বার্তা দিতে ছবিতে রঙিন জলপাইগুড়ি রোড স্টেশন

Last Updated:

Jalpaiguri News: সমাজের সকল মানুষকে বার্তা দিতে এবার এগিয়ে এসেছে উত্তরবঙ্গের একটি স্টেশন। তাঁদের কথায় একদিন নারী দিবস পালন করে নয়, নারীদের সম্মান করে প্রতিদিন পালন করা উচিত নারী দিবস।

+
নারী

নারী সুরক্ষার নানা চিত্র,সমাজকে বার্তা দিতে ছবিতে রঙিন জলপাইগুড়ি রোড স্টেশন

জলপাইগুড়ি: একবিংশ শতকে এসে আমরা আজও কোথাও যেন পুরুষতান্ত্রিক সমাজ থেকে বেরিয়ে আসতে পারিনি। মহিলারা এখনও বেশিরভাগ সময় পরিচিত হন অন্যের পরিচয়ে।বছরের একটা দিন ৮ মার্চ নারী দিবস পালন করলেও সমাজের একটা অংশ কোথাও এখনও প্রদীপের নিচেই রয়ে গেছে। তাই, সমাজের সকল মানুষকে বার্তা দিতে এবার এগিয়ে এসেছে উত্তরবঙ্গের একটি স্টেশন। তাঁদের কথায় একদিন নারী দিবস পালন করে নয়, নারীদের সম্মান করে প্রতিদিন পালন করা উচিত নারী দিবস।
নারীদের শুধু শিক্ষা নয়, সেইসঙ্গে মানুষের মতো মানুষ করে মাথা তুলে নিজের পরিচয় তৈরি করার বার্তা দিয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন।জীবনের প্রতিধাপে ঘর কিংবা বাইরে নানান প্রতিকূলতার মুখোমুখি হন মহিলারা৷ নিজেদের নিরাপত্তা মহিলাদের কাছে এখনও উদ্বেগের বিষয়৷ কর্মক্ষেত্র, বাজার যে কোনও অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে নিরাপদে লড়াই করতে হয় তাঁদেরকেই। এত  জীবন যুদ্ধে লড়াই করে এখন নারীরা বহু দূর এগিয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মুখে দিলেই গলে যায়, জনপ্রিয় ঢাকেশ্বরীর কালাকাঁদ! কী বিশেষত্ব জানুন
শুধু ঘরের রান্না কাজে আবদ্ধ না থেকে যুদ্ধের সময় উড়োজাহাজ চালাতে পারে। তেমনি বর্ডারে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে রক্ষা করতে পারে।যে কোনও জায়গায় নারীর অবদান রয়েছে। এই রকমই মেয়েদের নানান জীবন কাহিনি তুলে ধরা হয়েছে স্টেশনে বিভিন্ন আঁকার মাধ্যমে। সেই সঙ্গে সোনা বাংলার সোনার মেয়ে স্বপ্না বর্মনের ছবিও রয়েছে। তুলে ধরা হয়েছে চা বাগানের নারীদের কীভাবে পাচার করা হয় সেই কাহিনিও।
advertisement
advertisement
তবে এত কিছুর পরও সমাজ যে সজাগ নয়, সেই কারণে সমাজের দুর্নীতিগ্রস্ত কাজের থেকে কীভাবে নিজেকে রক্ষা করবে মেয়েরা সেই বিষয়ও রয়েছে এখানে।রয়েছে ১৮ বছরের নীচে মেয়েরা বিয়ে করলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, অল্প বয়সে গর্ভবতী হলে কী সমস্যা হতে পারে, মেয়েরা যদি পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয় তাহলে কী কী সুবিধা হবে ইত্যাদি নানান বিষয়।  প্ল্যাটফর্মের দেওয়ালে আকাঁর মধ্যে দিয়ে বার্তা দিয়ে  সমাজের প্রতিটি মানুষকে সচেতন করার জন্যে এমনই উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন। উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ স্টেশন জলপাইগুড়ি রোড স্টেশন, যেখানে প্ল্যাটফর্মের দেওয়াল ঘিরে আকাঁ রয়েছে  "বেটি পড়াও বেটি বাচাঁও " সম্পর্কিত নানান বার্তা।আর সেই বার্তাতেই মুগ্ধ জলপাইগুড়িবাসী।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: নারী সুরক্ষার নানা চিত্র,সমাজকে বার্তা দিতে ছবিতে রঙিন জলপাইগুড়ি রোড স্টেশন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement