Howrah News: হেলমেট ছাড়া গাড়ি চালানো ঠেকাতে বাড়ির শিশু ও মহিলাদের নিরাপত্তার পাঠ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
পথ দুর্ঘটনা কমাতে এবার পুলিশের ভরসা বাড়ির শিশু ও মহিলারা
হাওড়া: সড়ক দুর্ঘটনা কমাতে অভিনব ভাবনা হাওড়া সিটি পুলিশের। পথ দুর্ঘটনা রুখতে নতুন প্রজন্ম এবং বাড়ির মহিলাদের কাছে সচেতনতার বার্তা নিয়ে হাজির হচ্ছে পুলিশ। উদ্দেশ্য, শিশু ও মহিলাদের কথা শুনে যাতে বাড়ির সদস্যরা সতর্ক হন।
বাড়ির মহিলা এবং শিশুরা রাস্তায় তুলনায় কম বের হলেও সড়ক দুর্ঘটনা রুখতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে হাওড়া সিটি পুলিশের ধারণা। সেই বিষয়টি মাথায় রেখে পথ দুর্ঘটনা কমাতে মহিলা ও শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ শুরু হয়েছে। পুলিশের তরফ থেকে বোঝানো হচ্ছে, বাড়ির ছেলেরা যখন গাড়ি নিয়ে রাস্তায় বের হন তখন তাঁদের মাথায় হেলমেট আছে কিনা সেই দিকে যেন পরিবারের মহিলা ও শিশুরা খেয়াল রাখেন। তাহলেই হেলমেট ছাড়া রাস্তায় গাড়ি চালানোর ঘটনা অনেকটা কমে যাবে বলে পুলিশের ধারণা।
advertisement
advertisement
কখনও রক্তদান, কখনও 'সেফ ড্রাইভ, সেভ লাইভ', কখনও আবার গাড়ির চালকদের স্বাস্থ্য পরীক্ষা করে সামাজিক দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে হাওড়া সিটি পুলিশের কোনা ট্রাফিক গার্ডকে। এবার স্কুল পড়ুয়াদের উৎসাহিত করতে বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করলেন তাঁরা। বৃহস্পতিবার হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনালের পাশে কোনা ট্রাফিক গার্ডের অফিসে এই বসে আঁকা প্রতিযোগিতা আয়োজন করা হয়। সেখানেই প্রতিযোগী এবং অভিভাবকদের দুর্ঘটনা এড়াতে বিশেষ সচেতন বার্তা দেওয়া হয়।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 9:22 PM IST