হোম /খবর /জলপাইগুড়ি /
জলঢাকার উপর স্থায়ী বাঁধ না হলে পঞ্চায়েত ভোট বয়কট!

Jalpaiguri News: স্থায়ী নদী বাঁধ তৈরি না হলে পঞ্চায়েত ভোট বয়কট!

পঞ্চায়েত নির্বাচনের আগে ধুপগুড়িতে জলঢাকা নদীর স্থায়ী নদী বাঁধ নির্মাণের কাজ শুরু না হলে ভোট বয়কটের করা হবে, স্পষ্ট হুঁশিয়ারি এলাকার ভূমি রক্ষা কমিটির

  • Share this:

জলপাইগুড়ি: স্থায়ী নদী বাঁধ তৈরি না হওয়ায় পঞ্চায়েত ভোট বয়কটের ডাক উঠল জলপাইগুড়ি জেলা থেকে। বৃহস্পতিবার জেলাশাসকের কার্যালয়ে হাজির হয়ে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিলেন জলঢাকা নদীর পাড়ের বাসিন্দারা। তাঁদের দাবি, বর্ষায় ঘরবাড়ি, কৃষি জমি হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। জলের তোড়ে জলঢাকা নদীতে বিলীন হয়ে গিয়েছে নদী বাঁধ। অভাব অনটনের মধ্য দিন কাটাছে। এই ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রশাসনকে নদী বাঁধ তৈরির কথা বললেও কোন‌ও কাজ হয়নি। আর তাই জেলাশাসকের দফতর অভিযান করে পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিল ধূপগুড়ির দক্ষিণ আলতা গ্রাম এলাকার ভূমিরক্ষা কমিটি।

দীর্ঘদিন ধরেই জলঢাকা নদীর ভাঙনে ঘরবাড়ি হারাচ্ছেন পাড়ের বাসিন্দারা। বাড়িঘর থেকে শুরু করে কৃষি জমি সবকিছুই তলিয়ে গিয়েছে। এই নিয়ে তাঁরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। গত সেপ্টেম্বর মাসে সেচ মন্ত্রী সেখানে গিয়ে অস্থায়ী নদী বাঁধ নির্মাণ নির্মাণের আশ্বাস দেন। কিন্তু স্থায়ী নদীবাঁধ নিয়ে কেউ উচ্চবাচ্য করছে না। আর তাই বাধ্য হয়েই আন্দোলনে নামলেন তাঁরা।

আরও পড়ুন: বিজেপির 'লোক' পরিচয় দিয়ে আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি! হাতেনাতে ধরল গ্রামবাসীরা

পঞ্চায়েত ভোট বয়কটের ডাক প্রসঙ্গে দক্ষিণ আলতা গ্রামের রাজ রায় বলেন, পঞ্চায়েত ভোটের আগে স্থায়ী নদী বাঁধ তৈরির কাজ শুরু না হলে এলাকার সবাই ভোট বয়কট করবে।

সুরজিৎ দে

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: Jalpaiguri News