হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
বিজেপির 'লোক' পরিচয় দিয়ে আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি!

South 24 Parganas News: বিজেপির 'লোক' পরিচয় দিয়ে আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি! হাতেনাতে ধরল গ্রামবাসীরা

নিজেকে বিজেপি নেতা পরিচয় দিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেবার প্রতিশ্রুতি, বিনিময়ে টাকা চাওয়ার অভিযোগ! গ্রামবাসীরা হাতেনাতে ধরলেন অভিযুক্তকে

  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ। হাতেনাতে অভিযুক্তকে ধরল গ্রামবাসী। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, নিজেকে বিজেপি নেতার পরিচয় দিয়ে ও কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে ভাল যোগাযোগ আছে সেই কথা বলে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল। বিনিময়ে টাকা চেয়েছিল। এরপরই গ্রামবাসীরা অভিযুক্ত সন্দীপ গায়েনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা এলাকার গড়দেওয়ানি পঞ্চায়েতের মোল্লারচক গ্রামে। গ্রামবাসীরা অভিযুক্ত সন্দীপ গায়েনকে ধরার পর পুলিশকে খবর দেয়। বকুলতলা থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। ধৃত সন্দীপ গায়েন বকুলতলার‌ই ভবানীমারি এলাকার বাসিন্দা। অভিযুক্ত নিজেকে বিজেপি নেতা বলে পরিচয় দিলেও বিজেপির দাবি সে তাদের দলের কেউ নয়। এদিকে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন: প্রয়াত জটু লাহিড়ীর 'সম্মান' নিয়ে তৃণমূল-বিজেপি তরজা

ঘটনা হল, আবাস যোজনার তালিকা নিয়ে কিছুদিন আগেও উত্তাল হয়েছিল বাংলা। বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। কিন্তু এবার দেখা গেল উলোটপুরান। যে বিজেপি একসময় তৃণমূলের দিকে আবাস যোজনা নিয়ে অভিযোগের আঙুল তুলছিল, এবার তাদের লোক বলে পরিচয় দিয়ে আবাস যোজনার ঘর নিয়ে প্রতিশ্রুতি দেবার অভিযোগ উঠল।

সুমন সাহা

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: Awas Yojana, BJP, South 24 Parganas news