#জলপাইগুড়ি (ময়নাগুড়ি): জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পুলিশ লাইনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এদিন অমরাবতী সোশ্যাল ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির তরফে এই শিবিরে সহযোগিতা করা হয়। সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও কর্মীরা শিবিরের পরিচালনা করেন। এদিন পুলিশের অফিসার থেকে কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার ও সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্ত দেন। যাঁরা স্বেচ্ছায় রক্ত দেন তাঁদের জেলা পুলিশের উদ্যোগে সার্টিফিকেট ও একটি চারা গাছ তুলে দেন পুলিশ সুপার৷
এদিন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, 'আজকে আমাদের এখানে একটি শিবির হয়। গ্রীষ্মকালের শুরুতেই জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ভাঁড়ার প্রায় শূন্য। রক্ত সংকট দেখা গিয়েছে। এর আগেও প্রতি মাসে রক্তদান শিবির হয়। এরপর কোনও না কোনও ইউনিটে বা কোনও থানায় একটি করে রক্তদান শিবির হবে। আজকে পুলিশ লাইনে এই শিবির হল। অমরাবতী সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় এবং জলপাইগুড়ি থানার পুলিশের উদ্যোগে এই শিবির হল। এদিন প্রায় ৭০জন রক্তদান করেন।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।