ও মা গো কী সাহস! কামড়েছিল সাপ, সেই সাপ ধরে নিয়ে সোজা হাসপাতালে বাড়ির বউ
- Published by:Debalina Datta
Last Updated:
Jalpaiguri News: সন্ধ্যােবেলায় বাড়ির কাজ করছিল গৃহবধূ। হঠাৎই পায়ে ছোবল মারে সাপ।ভয়ে চিৎকার করে ওঠে সেই গৃহবধূ। সাপ কামড়ানোর কথা জানায় সকলকে। কথা শুনে হৈ হট্টোগোল লেগে যায় বাড়িতে। তৎক্ষণাৎই সেই সাপকে ধরে একটি প্লাস্টিকের জারে ভরে।
#জলপাইগুড়ি: সন্ধ্যােবেলায় বাড়ির কাজ করছিলগৃহবধূ। হঠাৎই পায়ে ছোবল মারে সাপ।ভয়ে চিৎকার করে ওঠে সেই গৃহবধূ। সাপ কামড়ানোর কথা জানায় সকলকে। কথা শুনে হৈ হট্টোগোল লেগে যায় বাড়িতে। তৎক্ষণাৎই সেই সাপকে ধরে একটি প্লাস্টিকের জারে ভরেৎ জলপাইBoard Mediaগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যায় তারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজার থানার অন্তর্গত ক্রান্তি বক্লের গঙ্গা দেবী গ্রাম শান্তি পাড়া এলাকায়।
সেই সাপ দেখে ডাক্তার হতবাক হয়ে জানতে চান কি জন্য তারা এমন কাজ করেছেন। এমন কাজের জন্য হাসপাতালে বড়সড় দূর্ঘটনাও ঘটে যেতে পারতো। উত্তরে গৃহবধূর ছোট ভাই বলে, "আমরা জানি না ডাক্তারবাবু কি সাপ কামড়েছে সেই কারণেই আপনার কাছে নিয়ে এসেছি। "
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে, জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ি সদস্যরা তারা। সাপ ধরতে পটু। তারা এসে সেই সাপটিকে নিজেদের আওতায় নিয়ে আসে। সাপের কামড়ে আক্রান্ত মহিলার চিকিৎসা হচ্ছে মেডিকেল কলেজেই।আপাতত তিনি সুস্থ।
advertisement
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অঙ্কুর দাস জানান, গ্রামগঞ্জে এখনও রয়েছে সচেতনতার অভাব। আর সেই কারণেই এরকম কাজ করে থাকে বিভিন্ন গ্রামগঞ্জের মানুষ। সাপকে চিহ্নিত করতেই এই কাজ করেন তারা। এই কারণে,অনেক সময় মৃত্যু হয় সাপের। এই বিষয় নিয়ে যদি সরকার একটু সচেতন বার্তা পৌঁছে দেয় গ্রামগঞ্জে তাহলে এইরকম ঘটনা ঘটবে না।
advertisement
এই সাপের বিষয় পরিবেশ প্রেমিক তথা বিশ্বজিৎ দত্ত চৌধুরীর কাছে জিজ্ঞেস করলে জানা যায়, এইসব অতটা বিষধর নয়। এই সাপকে চলিত ভাষায় বলা হয় "পক্ষীরাজ সাপ", সাপের নাম "ঘোড়ানাগ" ।
Surajit Dey
view commentsLocation :
First Published :
November 07, 2022 3:21 PM IST

