Jalpaiguri News: ICSE-তে রাজ্যে তৃতীয় জলপাইগুড়ির প্রাপ্তি
- Published by:Pooja Basu
- hyperlocal
Last Updated:
ICSE Result| West Bengal: ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় প্রাপ্তি৷
#জলপাইগুড়ি: এবার রাজ্যর মধ্যে তৃতীয় তথা জেলার মধ্যে প্রথম স্থান লাভ করল জলপাইগুড়ি হলি চাইল্ড বিদ্যালয়ের ছাত্রী প্রাপ্তি।ICSE বোর্ডের মাধ্যমিকে রাজ্যে তৃতীয় ও জেলায় প্রথম পদ লাভ করল প্রাপ্তি সরকার।তার প্রাপ্ত নম্বর হল ৯৯.২ শতাংশ । সে জলপাইগুড়ি হলিচাইল্ড বিদ্যালয়ে পড়াশোনা করে। জলপাইগুড়ি তিন নম্বর ঘুমটি কদমতলা বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় বাড়ি তার। বাবা পেশায় পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার মৃন্ময় সরকার ও মা হীরা পাল দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তার এই সাফল্যে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করেছে সে।
advertisement
প্রাপ্তি জানায়, সে ইঞ্জিনিয়ার হতে চায়। এখন সে তার জন্য অনুশীলন করবে। তবে পড়াশোনার সাথে সাথে প্রাপ্তির সখ হল গিটার বাজানো ও ছবি আঁকা।সাথে গান এবং গল্পের বই পরতে পছন্দ করে। আগামীতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে বলে সে জানিয়েছেন।এই বড় সাফল্যের সংবাদ শোনার পর প্রাপ্তির পরিবারের সদস্যরা যথেষ্ট আনন্দিত হয়।তাকে মিষ্টি মুখ করানো হয়।এক কথায় তার যেন খুশির হাওয়া।পরীক্ষা ভালো হয়। তাই তার আশাপ্রদ ফল সে পেয়েছে। কিন্তু রাজ্যে যে তৃতীয় স্থান অর্জন করবে তা সে আশা করেনি- জানাল সে।
advertisement
সাফল্য প্রসঙ্গে তার বাবা জানান, 'আমরা ওকে তেমন ভাবে সময় দিতে পারতাম না। কাজ নিয়েই ব্যস্ত থাকতাম।নিজে নিজে চেষ্টা করেই ও এই রেজাল্ট করেছে। তবে স্কুলের শিক্ষক ও বাড়ির শিক্ষকদের ভূমিকা রয়েছে৷অন্যদিকে তার মা জানান, ও ইঞ্জিনিয়ারিং পড়তে চায়।'
Location :
First Published :
July 18, 2022 1:01 PM IST