Jalpaiguri: একাধিক নদীতে জলস্ফীতি, লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

Last Updated:

জলপাইগুড়ি (Jalpaiguri) শহর সহ উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই চলছে লাগাতার বৃষ্টিপাত বৃষ্টি।গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে ৫৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

+
title=

জলপাইগুড়িঃ জলপাইগুড়ি (Jalpaiguri) শহর সহ উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই চলছে লাগাতার বৃষ্টিপাত বৃষ্টি।গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে ৫৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে, গত ৪৮ ঘন্টায় মোট ১৩১.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। রবিবারের ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই ভেসেছে জলপাইগুড়ি শহর। অন্যদিকে, সোমবার মঙ্গলবার এবং বুধবার, বৃহষ্পতিবার ও শুক্রবারের বৃষ্টিতে জলময় জলপাইগুড়ি জেলা। শহর ছাড়াও পার্শ্ববর্তী ব্লক গুলিতে জলমগ্ন অবস্থার সৃষ্টি হয়েছে। কোথাও জলের তোড়ে ফসল নষ্ট হচ্ছে কোথাও ঘরবাড়ি। এ প্রসঙ্গে উল্লেখ্য পুলিশের স্পেশাল দফতরের সামনে থেকে শুরু করে সেন্ট মাইকেল এন্ড অল এঞ্জেল চার্জ রাজবাড়ী পাড়ার নার্সিংহোম এলাকায় জল জমে যাওয়ায় বাসিন্দাদের ভোগান্তি চরমে ওঠে। যেভাবে জল ঢুকেছিল তাদের ভেতরে ঢোকার আশঙ্কা ছিল। এদিকে, শহরের নীচু এলাকা পরেশ মিত্র কলোনি ও নীচ মাঠ এলাকার বাসিন্দারা রাস্তায় আশ্রয় নেন। বুধবার রাতেই জলপাইগুড়ির দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার (Tista River) অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা (yellow alert) দিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন ও হয়েছে।
 
 
advertisement
এদিকে, ব্যারেজ থেকে আরো জল ছাড়ায় এলাকায় জল বাড়ার আশঙ্কায় রাতের ঘুম উড়ে গিয়েছে তিস্তা তীরবর্তী এলাকার মানুষের।অন্যদিকে শহরের করলা নদীতেও জলস্তর বেড়েছে। তার উপর ফের জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানানোয় বাসিন্দাদের আতঙ্ক বাড়ছে জেলা সদর সহ গোটা জলপাইগুড়িতে। অন্যদিকে বৃষ্টিতে চাষের জমি পুরো ডুবে গেছে। জল বের করতে হিমশিম খেতে হয় মানুষজনকে। এক নম্বর ওয়ার্ডের রাজবাড়ী পাড়ার একটি নার্সিংহোম লাগোয়া এলাকা জলে থৈথৈ হয়ে গেলে এলাকার চারটি পরিবারের সমস্যা চরমে ওঠে।
advertisement
 
Contact for flood information: 03561-233032
 
 
এই প্রসঙ্গে আরো উল্লেখ্য, রাতের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকার ৫০ টি পরিবার। অভিযোগ টানা বৃষ্টির ফলে ৫০ টির মতো পরিবারে ঘরে হাঁটু জল পরিস্থিতি। এমনকি জলমগ্ন হয়ে রয়েছে পাট, শাশা, লাউ সহ বিভিন্ন ফসলের ক্ষেত। এমনকি বাড়িতে জলমগ্ন থাকার কারণে বেশ কয়েকটি পরিবারের উনুন জ্বলেনি। অবশ্য এখন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যক্তি তাদের খোঁজ না নেওয়ার ফলে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
advertisement
 
এলাকাবাসীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এই অবস্থা বেশি বৃষ্টি হলে আরও সমস্যায় পড়তে পারেন তারা। এদিকে বুধবার সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে জেলাতে। মূর্তিতে( Murti) গত ২৪ ঘন্টায় মোট ৩৯. মি.মি ডায়নাতে ৬৮. মি মি এবং নাগরাকাটা তে ৫১ মি মি বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ফের আরো বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে জেলাতে।
advertisement
 
 
 
Geetashree Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: একাধিক নদীতে জলস্ফীতি, লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement