Dooars Trip|| শীত পড়তেই পাহাড়মুখী পর্যটকরা, পাল্লা দিয়ে ভিড় বাড়ছে জয়ন্তী-চিলাপাতা-বক্সায়

Last Updated:

Dooars Trip during winter: শীত পড়তেই পাহাড়মুখী হচ্ছেন পর্যটকরা। ঘুরছেন জলপাইগুড়ি জেলা ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন পাহাড়ী এলাকায়। ক্রমশই ভিড় বাড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়।

#জলপাইগুড়ি: শীত পড়তেই পাহাড়মুখী হচ্ছেন পর্যটকরা। ঘুরছেন জলপাইগুড়ি জেলা ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন পাহাড়িএলাকায়। ক্রমশই ভিড় বাড়ছে উত্তরবঙ্গেরবিভিন্ন এলাকায়পর্যটকদের। বনভোজন বা পিকনিকের আরও কিছু দিন বাকি। তবুও বনভোজন বা পিকনিক শুরু হবার আগেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ডুয়ার্সের জঙ্গল ছেড়ে পাহাড়ি এলাকায় ঘুরতে যাচ্ছেন অনেক পর্যটকরা। পাহাড়ের অপূর্ব সৌন্দর্যের টানে তারা আসছেন।
পাহাড়ি এলাকার মধ্যে এখন পিকনিকের আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে রকি আইল্যান্ড, লালিগুরাস, সানটালিখোলা, দলগা, সিটংস-র মতো অপূর্ব জায়গাগুলো। যা নিজেদের চোখে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিচ্ছেন পর্যটকরা।
আরও পড়ুনঃ পর্যটকদের জন্য দারুন খবর! ভিস্টাডোমে চড়ে এ বার জঙ্গলের পথেই পৌঁছন কোচবিহার
অপূর্ব সৌন্দর্য নদীর জল, ঝর্না, পাহাড় দেখে মুগ্ধ হচ্ছেন তারা। তাই বনভোজনের সিজিন শুরু না হলেও পাহাড়ের অপূর্ব সৌন্দর্যের জন্য এখন থেকেই ভিড় বাড়াচ্ছেন দক্ষিনবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার পর্যটকরা। তেমনই পাহাড়ে বনভোজন করতে আসা এক পর্যটক জানান, এখন পাহাড়ের আমেজ হালকা কুয়াশায় ঢাকা। সেই কুয়াশার মধ্যে মিঠে রোদে আমরা বনভোজনে মেতে উঠেছি। এ এক আলাদাই অনুভূতি।
advertisement
advertisement
প্রতিবছরই বছরের শেষের বা শুরুর দিকে পাহাড়ে আসা হয়। যে কোনও একটি মাসে পাহাড়ের সুন্দর ওয়েদার উপভোগ করতে পরিবারের সঙ্গে অথবা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে চলে আসি। কলকাতা থেকে আগত এক পর্যটন জানান, উত্তরবঙ্গে সবুজের মধ্যে হালকা কুয়াশা ভেসে যাচ্ছে। অপরূপ এই দৃশ্য। উত্তরবঙ্গের এরকম ঠান্ডা পরিবেশ বেশ উপভোগ্য।
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Dooars Trip|| শীত পড়তেই পাহাড়মুখী পর্যটকরা, পাল্লা দিয়ে ভিড় বাড়ছে জয়ন্তী-চিলাপাতা-বক্সায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement