জলপাইগুড়ি: মৃত্যুবার্ষিকীতে অন্যভাবে মা ও শ্বশুরকে স্মরণ করলেন জলপাইগুড়ির সঞ্জিত কর্মকার। মাটির ভাঁড়ে জমানো টাকা দিয়ে গরিব শিশুদের মুখে তুলে দিলেন খাবার। সঞ্জিৎবাবুর এই উদ্যোগ সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে। মা ও শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে পরিবারকে নিয়ে শ্রমিক মহল্লার শিশুদের সঙ্গে খাওয়া-দাওয়া সারলেন তিনি।
আরও পড়ুন: ক্রিকেট খেলা শেষে গঙ্গায় স্নান করতে নেমে নৈহাটিতে তলিয়ে গেল দুই ছাত্র
সঞ্জিতবাবু মায়ের স্মরণে চা শ্রমিকদের পরিবারের শিশুদের হাতে মাংস-ভাতের প্যাকেট তুলে দেন। জলপাইগুড়ি শহরের এক দম্পতি। মা এবং শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকীতে এমনই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল জলপাইগুড়ি শহরের দেশবন্ধু পাড়ার বাসিন্দা সঞ্জিত কর্মকার ও তাঁর পরিবারকে। সঞ্জিতবাবু পেশায় বিএলআরও দফতরের কর্মী।
এক সেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় সঞ্জিতবাবু স্ত্রীকে নিয়ে চা বাগানের শ্রমিক মহল্লায় পৌঁছে যান। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ১০ নম্বর লাইনে গিয়ে শ্রমিক পরিবারের শিশুদের হাতে তুলে দেন গরম গরম মাংস-ভাতের প্যাকেট।এই প্রসঙ্গে সঞ্জিতবাবু জানান, সারা বছর ধরে তিনি মাটির ভাঁড়ে টাকা জমান। সেই অর্থ দিয়েই মা ও শ্বশুরের মৃত্যুবার্ষিকীর দিনটা সাধ্যমত গরিব শিশুদের পাশে দাঁড়ালেন। এইভাবে দিনটি কাটিয়ে তাঁরা খুশি বলে জানান।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri News