Jalpaiguri News: মা ও শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে বাচ্চাদের মাংস-ভাত খাওয়ালেন দম্পতি
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মা ও শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে পরিবারকে নিয়ে শ্রমিক মহল্লার শিশুদের সঙ্গে খাওয়া-দাওয়া সারলেন জলপাইগুড়ির সঞ্জিৎ কর্মকার
জলপাইগুড়ি: মৃত্যুবার্ষিকীতে অন্যভাবে মা ও শ্বশুরকে স্মরণ করলেন জলপাইগুড়ির সঞ্জিত কর্মকার। মাটির ভাঁড়ে জমানো টাকা দিয়ে গরিব শিশুদের মুখে তুলে দিলেন খাবার। সঞ্জিৎবাবুর এই উদ্যোগ সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে। মা ও শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে পরিবারকে নিয়ে শ্রমিক মহল্লার শিশুদের সঙ্গে খাওয়া-দাওয়া সারলেন তিনি।
সঞ্জিতবাবু মায়ের স্মরণে চা শ্রমিকদের পরিবারের শিশুদের হাতে মাংস-ভাতের প্যাকেট তুলে দেন। জলপাইগুড়ি শহরের এক দম্পতি। মা এবং শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকীতে এমনই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল জলপাইগুড়ি শহরের দেশবন্ধু পাড়ার বাসিন্দা সঞ্জিত কর্মকার ও তাঁর পরিবারকে। সঞ্জিতবাবু পেশায় বিএলআরও দফতরের কর্মী।
advertisement
advertisement
এক সেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় সঞ্জিতবাবু স্ত্রীকে নিয়ে চা বাগানের শ্রমিক মহল্লায় পৌঁছে যান। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ১০ নম্বর লাইনে গিয়ে শ্রমিক পরিবারের শিশুদের হাতে তুলে দেন গরম গরম মাংস-ভাতের প্যাকেট।এই প্রসঙ্গে সঞ্জিতবাবু জানান, সারা বছর ধরে তিনি মাটির ভাঁড়ে টাকা জমান। সেই অর্থ দিয়েই মা ও শ্বশুরের মৃত্যুবার্ষিকীর দিনটা সাধ্যমত গরিব শিশুদের পাশে দাঁড়ালেন। এইভাবে দিনটি কাটিয়ে তাঁরা খুশি বলে জানান।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 4:53 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: মা ও শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে বাচ্চাদের মাংস-ভাত খাওয়ালেন দম্পতি









