North 24 Parganas News: ক্রিকেট খেলা শেষে গঙ্গায় স্নান করতে নেমে নৈহাটিতে তলিয়ে গেল দুই ছাত্র

Last Updated:

মঙ্গলবার সকালে নৈহাটির লিচুবাগান ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই ছাত্র। নিখোঁজ ছাত্রদের নাম শুভম দে ( ১৮) ও সুজল সাউ ( ১৭)।

উত্তর ২৪ পরগনা: গঙ্গার পাড়ে ক্রিকেট খেলতে গিয়েছিল। খেলা শেষে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র। এদের মধ্যে একজন সদ্য উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে, অন্যজন একাদশ শ্রেণিতে পড়ে। মঙ্গলবার সকালে নৈহাটির লিচুবাগান ঘাটে স্নান করতে নেমে তারা তলিয়ে যায়। নিখোঁজ দুই ছাত্রের নাম শুভম দে ( ১৮) ও সুজল সাউ ( ১৭)।
সূত্রের খবর, নিখোঁজ শুভমের বাড়ি নৈহাটির মক্রেশ্বর ঘাট রোডে। সে এই বছর নরেন্দ্র বিদ্যানিকেতন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আরেক ছাত্র সুজল সাউয়ের বাড়ি নৈহাটির সঞ্জীব চ্যাটার্জি রোডে। সে মহেন্দ্র হাইস্কুলের একাদশ শ্রেণিতে পড়ে।
advertisement
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দুই বন্ধু গঙ্গায় স্নান করতে নেমেছিল। হঠাৎ সুজল তলিয়ে যেতে থাকে। তা দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে শুভম। কিন্তু দু'জনেই শেষ পর্যন্ত নদীর স্রোতে তলিয়ে যায়। ডুবুরি নামিয়ে দু'জনের খোঁজ চলছে। এদিন সকাল থেকেই গঙ্গায় প্রচন্ড স্রোত আছে। নিখোঁজ দুই ছাত্রের কেউই ভাল করে সাঁতার জানে না বলে জানা গিয়েছে।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ। খবর দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকে। কিন্তু গঙ্গায় প্রচন্ড জলের স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পুলিশ নৌকায় করে গঙ্গাবক্ষে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। দীর্ঘক্ষণ হয়ে গেল এখনও পর্যন্ত নিখোঁজ দুই ছাত্রের কারোরই খোঁজ পাওয়া যায়নি। পড়াশোনায় দু'জনই ভাল বলে পরিচিত। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ দুই ছাত্রের পরিবার।
advertisement
অরুণ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ক্রিকেট খেলা শেষে গঙ্গায় স্নান করতে নেমে নৈহাটিতে তলিয়ে গেল দুই ছাত্র
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement