উত্তর ২৪ পরগনা: গঙ্গার পাড়ে ক্রিকেট খেলতে গিয়েছিল। খেলা শেষে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র। এদের মধ্যে একজন সদ্য উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে, অন্যজন একাদশ শ্রেণিতে পড়ে। মঙ্গলবার সকালে নৈহাটির লিচুবাগান ঘাটে স্নান করতে নেমে তারা তলিয়ে যায়। নিখোঁজ দুই ছাত্রের নাম শুভম দে ( ১৮) ও সুজল সাউ ( ১৭)।
সূত্রের খবর, নিখোঁজ শুভমের বাড়ি নৈহাটির মক্রেশ্বর ঘাট রোডে। সে এই বছর নরেন্দ্র বিদ্যানিকেতন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আরেক ছাত্র সুজল সাউয়ের বাড়ি নৈহাটির সঞ্জীব চ্যাটার্জি রোডে। সে মহেন্দ্র হাইস্কুলের একাদশ শ্রেণিতে পড়ে।
আরও পড়ুন: ভগ্নপ্রায় ছাত্রাবাসের হাল ফেরাতে এগিয়ে এল প্রাক্তনীরা
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দুই বন্ধু গঙ্গায় স্নান করতে নেমেছিল। হঠাৎ সুজল তলিয়ে যেতে থাকে। তা দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে শুভম। কিন্তু দু'জনেই শেষ পর্যন্ত নদীর স্রোতে তলিয়ে যায়। ডুবুরি নামিয়ে দু'জনের খোঁজ চলছে। এদিন সকাল থেকেই গঙ্গায় প্রচন্ড স্রোত আছে। নিখোঁজ দুই ছাত্রের কেউই ভাল করে সাঁতার জানে না বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ। খবর দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকে। কিন্তু গঙ্গায় প্রচন্ড জলের স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পুলিশ নৌকায় করে গঙ্গাবক্ষে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। দীর্ঘক্ষণ হয়ে গেল এখনও পর্যন্ত নিখোঁজ দুই ছাত্রের কারোরই খোঁজ পাওয়া যায়নি। পড়াশোনায় দু'জনই ভাল বলে পরিচিত। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ দুই ছাত্রের পরিবার।
অরুণ ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ganga, Naihati, North 24 Parganas news, Students