BJP strike in Siliguri: বিজেপির বনধে আংশিক সারা শিলিগুড়িতে, গ্রেফতার দুই বিজেপি বিধায়ক

Last Updated:

এদিন হিলকার্ট রোডে মিছিল করে এসে হাসমিচকে পথ অবরোধ শুরু করেন দুই বিধায়ক ও বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা

+
শিলিগুড়ির

শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও মাটিগাড়া নক্সালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন

#শিলিগুড়ি: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ সফল করতে রাস্তায় নেমে গ্রেফতার হলেন শিলিগুড়ি ও মাটিগাড়া নক্সালবাড়ির বিধায়ক শংকর ঘোষ ও আনন্দময় বর্মন। গ্রেফতার হলেন আরও শতাধিক বিজেপির বনধ সমর্থক। রাজ্যে পুর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখল, সন্ত্রাস ও ছাপ্পা ভোটের অভিযোগ এনে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। আর এই বনধকে সফল করতে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও মাটিগাড়া নক্সালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের নেতৃত্বে রাস্তায় নেমে পিকেটিং শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা।
এদিন হিলকার্ট রোডে মিছিল করে এসে হাসমিচকে পথ অবরোধ শুরু করেন দুই বিধায়ক ও বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা। এরপরই অবরোধ তুলতে তৎপরতা শুরু করে বিরাট পুলিশ বাহিনী। রাস্তায় শুয়ে পড়ে পথ অবরোধ চালিয়ে যান দুই বিধায়ক। পরে পুলিশ তাদের গ্রেফতার করে বলপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে যায় শিলিগুড়ি থানায়। অন্যান্য অবরোধকারীদের গ্রেফতার করে পুলিশ। অবরোধমুক্ত করেন হাসমিচক।
advertisement
উল্লেখ্য, রবিবার ছিল জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি, মালবাজার ও ময়নাগুড়ির পুরভোট। এছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু পুরসভার ভোট ছিল। এই পুরভোটে শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ আসে। এছাড়াও বিক্ষিপ্ত অশান্তিতে ছেয়ে যায় জেলাগুলি। এর মাঝেই ভোটে অশান্তি এবং একতরফা ভোটের বিরুদ্ধে আওয়াজ তুলে ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দেয় ভারতীয় জনতা পার্টি। তবে এদিন স্বাভাবিক ছবি দেখা যায় শহরে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
BJP strike in Siliguri: বিজেপির বনধে আংশিক সারা শিলিগুড়িতে, গ্রেফতার দুই বিজেপি বিধায়ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement