IPL 2021: দল থেকে বাদ, বেতন কমেছে, Yuzvendra Chahal-এর জন্য স্ত্রীর চোখে জল!

Last Updated:

আগে বছরে তিন কোটি টাকা বেতন পেতেন চাহাল।

#চেন্নাই: তিনি ভারতীয় দলের তারকা লেগ স্পিনার। তবে গত কয়েক মাস ধরে তাঁর ফর্ম খুব খারাপ। যার জেরে জাতীয় দল থেকে বাদ পড়েছেন। শুধু তাই নয়, য়ুজভেন্দ্র চাহালের বেতনও অনেকটাই কমেছে। এমন খারাপ সময়ে আর কেউ তাঁর পাশে থাকুক না থাকুক, স্ত্রী ধনশ্রী রয়েছেন। আর য়ুজবেন্দ্র চাহাল আইপিএলে এসে স্ত্রীর মন জয় করলেন। তাঁকে কখনও হাসলেন, কখনও চাহালের জন্য স্ত্রী ধনশ্রীর চোখে জল চলে এল।
রবিবার কলকাতা নাইট রাইডার্স-এর বিরুদ্ধে আইপিএলের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন চাহাল। ৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন চাহাল। অনেকদিন পর তাঁর পারফরম্যান্স বলার মতো হয়েছে। অর্থাৎ এই ম্যাচ থেকেই তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত মিলেছে। আর স্বামীর ফর্মে ফেরার মুহূর্ত দেখে চোখের জল আটকাতে পারলেন না ধনশ্রী।
advertisement
রবিবার ম্যাচের মাঝে ক্যামেরা যখন তাঁর দিকে তাক করেছে, তখন ধনশ্রীর চোখে জল। তিনি কোনওরকমে কান্না চেপে ছিলেন। ধনশ্রী-চাহালের সেই ভালবাসার মুহূর্ত দেখে নেটিজেনরা আবেগপ্রবণ হয়ে পড়লেন। অনেকেই বললেন, স্বামী-স্ত্রীর মধ্যে ভালবাসা আসলে এমনই হওয়া উচিত। একজনের মনের কষ্ট আরেকজন উপলব্ধি করবে। দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়াবে।
advertisement
গত কয়েক মাস ধরে চাহাল ফর্মে নেই। দিন কয়েক আগে বিসিসিআই নতুন কন্ট্র্যাক্ট লিস্ট প্রকাশ করেছে। সেখানে চাহালের অবনতি হয়েছে। তিনি এখন গ্রুপ বি থেকে গ্রুপ সি-তে চলে গিয়েছেন।
advertisement
আগে বছরে তিন কোটি টাকা বেতন পেতেন চাহাল। কিন্তু এখন থেকে পাবেন এক কোটি টাকা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্স বলার মতো ছিল না। ফলে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপর ওয়ান-ডে সিরিজে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। আইপিএলের প্রথম দুই ম্যাচএ একটিও উইকেট পাননি তিনি। রবিবার কেকেআরের বিরুদ্ধে তিনি দুটি উইকেট পেলেন। চাহাল প্রথম উইকেট পাওয়ার পরই ধনশ্রীর চোখে জল চলে এল। আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি।
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: দল থেকে বাদ, বেতন কমেছে, Yuzvendra Chahal-এর জন্য স্ত্রীর চোখে জল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement