৫১ বছরেও এক হাতে অবিশ্বাস্য ক্যাচ! জন্টির ক্ষিপ্রতায় মুগ্ধ ক্রিকেটবিশ্ব
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শুধু ক্রিকেট অনুরাগীরাই নন, ৫১ বছর বয়সে জন্টির ফিটনেস দেখে মুগ্ধ নেটিজেনরা৷
#দুবাই: আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিল্ডিংকে অন্য স্তরে নিয়ে গিয়েছিলেন৷ ৫১ বছর বয়সেও যে সেই ক্ষিপ্রতায় এতটুকু মরচে পড়েনি, তা প্রমাণ করে দিলেন জন্টি রোডস৷ আইপিএল-এ কিংগস ইলেভেন পঞ্জাব কোচের দায়িত্বে রয়েছেন জন্টি৷ দলকে অনুশীলন করানোর ফাঁকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ ধরেছেন তিনি৷ যে ভিডিও এখন ভাইরাল৷
কিংগস ইলেভেন পাঞ্জাবের পক্ষ থেকে যে ভিডিওটি ট্যুইট করা হয়েছে, তাতে জন্টিকে দু' ক্যাচ ধরতে দেখা গিয়েছে৷ তার মধ্য প্রথমটি জন্টির পক্ষে তুলনামূলক ভাবে অনেকটাই সহজ৷ কিন্তু দ্বিতীয় যে ক্যাচটি জন্টি এক হাতে ধরেছেন, তা ধরতে পারলে বিরাট কোহলি, স্টিভ স্মিথ বা জন্টির আইপিএল দলের অধিনায়ক কে এল রাহুলও মতো এই সময়ের তারকারাও হয়তো গর্বিত বোধ করতেন৷
advertisement
স্বভাবতই এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি৷ শুধু ক্রিকেট অনুরাগীরাই নন, ৫১ বছর বয়সে জন্টির ফিটনেস দেখে মুগ্ধ নেটিজেনরা৷
advertisement
Did you ‘catch’ that? 😮#SaddaPunjab #Dream11IPL @JontyRhodes8 pic.twitter.com/VmrCnQtgBZ
— Kings XI Punjab (@lionsdenkxip) September 14, 2020
দ্বিতীয় যে ক্যাচটি নিয়ে চর্চা চলছে, সেটির ক্ষেত্রে জন্টির শরীর থেকে বেশ কিছুটা দূরে বল ছুড়ে দেওয়া হয়েছিল৷ প্রচণ্ড ক্ষিপ্রতায় নিজের ডানদিকে ঝাঁপিয়ে পড়ে প্রায় অসম্ভব ক্যাচটি তালুবন্দি করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা৷
advertisement
জন্টি ছাড়াও এবারের আইপিএল-এ পাঞ্জাব দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন অনিল কুম্বলে৷ ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর৷ অন্যদিকে বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন চার্ল ল্যাঙ্গেভেল্ট৷
আইপিএল-এর ইতিহাসে এখনও সেভাবে সাফল্য পায়নি প্রীতি জিন্টার দল৷ ২০১৪ সালে একবারই ফাইনালে পৌঁছেছিল তাঁরা৷ যদিও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় পাঞ্জাবকে৷ এ ছাড়া একবার মাত্র প্লে অফে পৌঁছেছে পাঞ্জাব৷ এবার কুম্বলে, জন্টির মতো কিংবদন্তিরা মিলে পাঞ্জাবকে সাফল্য এনে দিতে পারেন কি না, সেটাই দেখার৷
Location :
First Published :
September 15, 2020 4:47 PM IST