MI vs KXIP: মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং নিল পঞ্জাব, জয়ে ফিরতে মরিয়া দু' দলই

Last Updated:

আগের ম্যাচে হারের মুখ দেখার পর জয়ে ফিরতে মরিয়া দুই দলই৷

#আবুধাবি: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত নিল কিংগস ইলেভেন পঞ্জাব৷ মূলত শিশিরের ভয়েই সব দল টসে জিতলেও পরে বোলিংয়ের ঝুঁকি নিচ্ছে না৷ আগের ম্যাচে হারের মুখ দেখার পর জয়ে ফিরতে মরিয়া দুই দলই৷
এবারের আইপিএল-এ দু' দলই একটি করে ম্যাচ জিতেছে পঞ্জাব এবং মুম্বই৷ দু' দলই ইতিমধ্যে সুপার ওভারে গিয়ে হারের মুখ দেখেছে৷ পঞ্জাব লিগ টেবিলে পাঁচ নম্বরে রয়েছে৷ অন্যদিকে মুম্বই রয়েছে ছ' নম্বরে৷
advertisement
advertisement
আগের ম্যাচে ২২৩ রান করেও রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছিল পঞ্জাবকে৷ অন্যদিকে সুপার ওভারে মুম্বইকে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ পঞ্জাবের সবথেকে বড় শক্তি কে  এল রাহুল এবং ময়াঙ্ক আগরওয়ালের ওপেনিং জুটি৷ আগের ম্যাচেই শতরান পেয়েছেন অধিনায়ক রাহুল৷ বোলিংয়ে মহম্মদ শামির মতো অভিজ্ঞ বোলার থাকলেও আগের ম্যাচে বড় রান করে হারতে হয়েছে পঞ্জাবকে৷ ফলে এ দিন লেগ স্পিনার মুরুগান অশ্বিনের বদলে দলে নেওয়া হয়েছে আর অফ স্পিনার কৃষ্ণাপ্পা গৌতমকে৷
advertisement
অন্যদিকে মুম্বইয়ের হয়েও ভাল ছন্দে রয়েছেন রোহিত শর্মা, ঈষাণ কিষান, কায়রন পোলার্ডরা৷ বোলিংয়ে তাঁদের শক্তি ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরাহ, রাহুল চহাররা৷ এই ম্যাচেও দল অপরিবর্তিতই রেখেছে মুম্বই৷ এ দিনের ম্যাচে আর ২ রান করলেই আইপিএল-এ পাঁচ রান করার নজির গড়বেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
MI vs KXIP: মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং নিল পঞ্জাব, জয়ে ফিরতে মরিয়া দু' দলই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement