IPL 2021: CSK vs MI: আবার জমছে আইপিএলের আসর, প্রথম ম্যাচে জোর লড়াই রোহিত ও রায়নার

Last Updated:

IPL 2021: MI vs CSK: ধামাকা ম্যাচে ধামাকা রেকর্ডের চ্যালেঞ্জ নিয়ে নামছেন রোহিত শর্মা ও সুরেশ রায়না (Rohit Sharma and Suresh Raina) ৷

ipl 2021: csk vs mi tough competition between rohit sharma and suresh raina to get ahead- Photo-File
ipl 2021: csk vs mi tough competition between rohit sharma and suresh raina to get ahead- Photo-File
#দুবাই: আইপিএল ২০২১ -র দ্বিতীয় পর্বে  (IPL 2021) খেলা আজ শুরু আর কিছুক্ষণের মধ্যেই৷  প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK vs MI)৷  এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা  (Rohit Sharma) ও সুরেশ রায়না (Suresh Raina) একটি বিশেষ রেকর্ডে পাখির চোখ করেছেন৷ ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও সুরেশ রায়না (Rohit Sharma and Suresh Raina)৷
আইপিএল ইতিহাসে রান বানানোর সিঁড়িতে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন৷ সুরেশ রায়না  (Suresh Raina)  ও রোহিত শর্মা (Rohit Sharma) এই নতুন রেকর্ডের জন্য ঝাঁপাবেন৷ আইপিএল ইতিহাসে রান বানানোর এই তালিকা অনুযায়ি রোহিত ও সুরেশ রায়নার মধ্যে রানের গ্যাপ বেশি নয়৷ রোহিত ও রায়না এই লিগে ৫৫০০ রানের পরিসংখ্যান পার করে ফেলতে পারেন৷ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (CSK vs MI) ম্যাচে পারবেন এই রান করে ফেলতে সেটাই চ্যালেঞ্জ৷  এই কাজ এখনও অবধি করেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও শিখর ধাওয়ান (Shikhar Dhawan)৷
advertisement
advertisement
চেন্নাইয়ের স্টার খেলোয়াড় সুরেশ রায়না ২০০ আইপিএল ম্যাচে একটি শতরান ও ৩৯ টি অর্ধশতরানের দৌলতে ৫৪৯১ রান করেছেন৷ তাঁর এই রান ১৩৭ স্ট্রাইকরেটে করেছেন৷ সেখানে মুম্বইয়ে তারকা রোহিত শর্মা ২০৭ আইপিএল ম্যাচে ৫৪৮০ রান করেছেন৷ ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর লিগে একটি শতরান ও ৪০ টি অর্ধশতরান করেছেন৷ এদিকে বিরাট কোহলি ৬০৬৭ রান করে এই তালিকার শীর্ষে রয়েছেন৷ এদিকে দিল্লি ক্যাপিটাল্সের ওপেনার ক্রিকেটার ৫৫৭৭ রান করেছেন৷ রোহিত ও রায়না-র (Rohit Sharma and Suresh Raina) কাছে সুযোগ রয়েছে শিখর ধাওয়ানকে পিছনে ফেলে দেওয়ার সুযোগ৷ ভারতীয় এই ক্রিকেটাররা ছাড়া এই তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার (৫৪৪৭) ও এবি ডিভিলিয়ার্স (৫০৫৬) করে পাঁচ হাজার রান পেরিয়ে গেছেন৷
advertisement
এদিকে রোহিত শর্মার সামনেও থাকছে আরও একটা রেকর্ড গড়ার হাতছানি৷  টি টোয়েন্টি ক্রিকেটে ৪০০ ছক্কা মেরে দিতে পারেন৷ এখনও অবধি খালি ৪ টি ক্রিকেটার ৩০০ ছক্কা মারার রেকর্ড৷ ভারতীয় ক্রিকেটার হিসেব রোহিতের পরেই রয়েছেন রায়না৷
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্লেয়িং ১১-
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, জেমস নিশম/ ন্যাথন কুল্টিয়র নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্লেয়িং ১১-
ঋতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়ডু, মইন আলি, সুরেশ রায়নাস রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি, (অধিনায়ক), শার্দুল ঠাকুর, দীপক চাহার, জোশ হেজেলউড/ লুঙ্গি এনগিডি, ইমরান তাহির৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: CSK vs MI: আবার জমছে আইপিএলের আসর, প্রথম ম্যাচে জোর লড়াই রোহিত ও রায়নার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement