#কলকাতা: ৩০ সেপ্টেম্বরের মধ্যে না করলে সর্বনাশ এই ভেবে ভয় পাচ্ছেন এখনও আপনার গুরুত্বপূর্ণ দুটি কার্ড প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক (PAN Aadhaar Link) করাননি৷ জানেন ৩০ তারিখই শেষ দিন এই মহাগুরুত্বপূর্ণ কাজের জন্য৷ তাহলে জেনে নিন এই দিন আবার পিছিয়ে দেওয়া হয়েছে ৩১ মার্চ ২০২২ অবধি করে দেওয়া হয়েছে৷ কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে বলেই এই গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না৷ মাত্র পাঁচ মিনিটে সহজেই করে নিতে পারবেন এই লিঙ্ক৷ প্যান ও আধার লিঙ্ক না করলে প্যান কার্ডকে নিষ্ক্রিয় ঘোষণা করে দেওয়া হবে৷
সিবিডিটি করোনা অতিমারি কালে ক্রমবর্ধমান মুশকিলের জেরে আলাদা আলাদা স্টকহোল্ডার্সে অনুরোধে এই কাজ করেছে৷ একাধিক অনুরোধ জমা পড়ায় এই তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০২২ অবধি করে দেওয়া হয়েছে৷ এটা লিঙ্ক করানো না থাকলে ৫০ হাজার টাকার ব্যবসায়িক লেনদেনে ১০ হাজার টাকার জরিমানা দিতে হবে৷ তবে ভয় পাওয়ার কিছু নেই, সহজ কয়েকটি স্টেপেই হবে প্যান ও আধার লিঙ্ক (PAN Aadhaar Link)৷ এই লিঙ্ক করার সময়ে প্রথমে প্যানকার্ডকে আধার লিঙ্ক দিয়ে কানেক্ট করতে হলে ইনকাম ট্যাক্স ই ফাইলিং ওয়েবসাইটে যেতে হবে৷
এখানই হোমপেজে আপনি লিঙ্ক আধার অপশন পাবেন৷ সেখানে ক্লিক করতে হবে৷ এরপর আপনার সামনে ডিটেল ভরার অপশন পাবেন৷ সেখানে নিজের সব ডিটেল ভরুন৷ এখানেই প্যান নম্বর ও আধার নম্বর ভরার অপশনও দেওয়া হবে৷ সমস্ত ডিটেলস ভরার পর ক্যাপচা কোড দেওয়া হবে৷ সমস্ত ডিটেলস ভরার পর ক্যাপচা ভরে দিতে হবে৷ এবার লিঙ্ক আধারে (Link Aadhar) ক্লিক করতে হবে৷ এরকম করলে প্যানকার্ড ও আধার কার্ড লিঙ্ক (PAN Aadhaar Link) হয়ে যাবে৷ আপনি এর তথ্য স্ক্রিনেই দেখতে পারেন৷
অফলাইনেই প্যান ও আধার কার্ড লিঙ্ক করানো যেতে পারে৷ তার জন্যে আপনাকে এসএমএস (SMS) করতে হবে৷ সেখানে প্যানকার্ডকে আধারকার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে৷ এই লিঙ্কের জন্য নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে UIDPAN টাইপ করতে হবে৷ তারপর 567678 বা 561561 এসএমএস (SMS) পাঠিয়ে দিতে হবে৷ এরপর ফোনেই আধার ও প্যান লিঙ্ক (PAN Aadhaar Link) হওয়ার খবর ফোনের মেসেজেই আসবে৷