Weather Forecast: নিম্নচাপের রোষ এখনও কমেনি, আগামী ৪৮ ঘণ্টায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি

Last Updated:
Weather Update: কলকাতা ও দক্ষিণবঙ্গে (Kolkata and South Bengal) বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Thunderstorm and rain) থেকে নেই মুক্তি৷
1/5
দুর্যোগের  কালো নিঃশ্বাস ফেলা আর গেল না৷  আগামী ৪৯ ঘণ্টা অবধি আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast)  ভারী বৃষ্টি (rain) ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি  (Thunderstorm and rain) হবে৷ এই আবহাওয়ার পূর্বাভাস (Weather Update) জারি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (Kolkata and south bengal)৷ Photo Courtesy- IMD/Sattelite Image
দুর্যোগের কালো নিঃশ্বাস ফেলা আর গেল না৷ আগামী ৪৯ ঘণ্টা অবধি আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) ভারী বৃষ্টি (rain) ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Thunderstorm and rain) হবে৷ এই আবহাওয়ার পূর্বাভাস (Weather Update) জারি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (Kolkata and south bengal)৷ Photo Courtesy- IMD/Sattelite Image
advertisement
2/5
আইএমডি-র সাম্প্রতিক উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে নিম্নচাপ এখনও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ওপর বিস্তৃত রয়েছে৷ পাশাপাশি ওড়িশার দিকেও ছেয়ে আছে এই নিম্নচাপের ভ্রুকূটি৷ এর জেরে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে হুগলি, মেদিনীপুর এইসব জেলাগুলিতে পর্যায়ক্রমে মাঝারি ও ভারি বৃষ্টি জারি থাকবে৷ Photo Courtesy- IMD/Sattelite Image
আইএমডি-র সাম্প্রতিক উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে নিম্নচাপ এখনও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ওপর বিস্তৃত রয়েছে৷ পাশাপাশি ওড়িশার দিকেও ছেয়ে আছে এই নিম্নচাপের ভ্রুকূটি৷ এর জেরে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে হুগলি, মেদিনীপুর এইসব জেলাগুলিতে পর্যায়ক্রমে মাঝারি ও ভারি বৃষ্টি জারি থাকবে৷ Photo Courtesy- IMD/Sattelite Image
advertisement
3/5
এদিকে পশ্চিবঙ্গ ও ওড়িশায় যেমন নিম্নচাপের জেরে জেরবার৷ ঠিক তেমনিই আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ জ্বালাচ্ছে গুজরাত ও রাজস্থানের একাধিক জেলায়৷  Photo Courtesy- IMD/Sattelite Image
এদিকে পশ্চিবঙ্গ ও ওড়িশায় যেমন নিম্নচাপের জেরে জেরবার৷ ঠিক তেমনিই আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ জ্বালাচ্ছে গুজরাত ও রাজস্থানের একাধিক জেলায়৷ Photo Courtesy- IMD/Sattelite Image
advertisement
4/5
এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ Photo-File
এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ Photo-File
advertisement
5/5
সোমবার ও মঙ্গলবার পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ জোরে ও মাঝারি বৃষ্টি জারি থাকবে৷ তবে বুধবার থেকে বৃষ্টি থামার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ Photo-File
সোমবার ও মঙ্গলবার পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ জোরে ও মাঝারি বৃষ্টি জারি থাকবে৷ তবে বুধবার থেকে বৃষ্টি থামার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ Photo-File
advertisement
advertisement
advertisement