Big Breaking: IPL 2021 Suspended: এই মরশুমের জন্য স্থগিত আইপিএল- রাজীব শুক্লা

Last Updated:

সমস্ত দলকেই হার্ড কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত৷

#মুম্বই: করোনা অতিমারি আইপিএলে থাবা বসানোয় এই মরশুমের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল৷  আইপিএল গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে রাজীব শুক্লা এই খবর জানিয়ে দিয়েছেন৷
এই খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷
advertisement
গত কাল করোনা পজিটিভ হন বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র৷ চেন্নাই থেকেও পজিটিভ হন৷ দিল্লির গ্রাউন্ড স্টাফরা পজিটিভ৷ পজিটিভ হন সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা৷ একাধিক দলের একাধিক ক্রিকেটার ও স্টাফ এমনকি অ্যাসোসিয়েশনের কর্মীরা পজিটিভ হওয়ার ঘটনা হু হু করে বাড়তে থাকায় লিগ স্থগিত করার সিদ্ধান্ত নিতেই হয়৷
advertisement
এদিকে মঙ্গলবার সকালেও আইপিএল আয়োজনের মরিয়া চেষ্টা করেছিল বিসিসিআই৷
মুম্বইতে যতদিন ম্যাচ হচ্ছিল ততদিন আইপিএল সুষ্ঠুভাবে আয়োজন হয়েছিল৷ কিন্তু তারপরেই বায়োবাবলের সুরক্ষিত বলয়তেও করোনার হানা৷ আইপিএল কোনওভাবেই বন্ধ করা সম্ভব নয় জানিয়েছিল বোর্ড৷ এবার তারা পুরো টুর্নামেন্টই মুম্বইতে সরিয়ে যেতে তৈরি৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রে (BCCI) জানা গেছে মুম্বইতেই পুরো টুর্নামেন্ট সরিয়ে দিতে চাইছে৷ আহমেদাবাদ ও দিল্লিতে সংক্রমণ ছড়িয়েছে৷ অর্থাৎ কোনও না কোনওভাবে বায়ো বাবল ব্রিচ হয়েছে৷
advertisement
এইভাবে এগোলে কলকাতার ইডেন গার্ডেন্স ও বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আর আদৌ কোনও ম্যাচ হবে না৷ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস ক্যাম্পে ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়েছে, দিল্লিতে ডিডিসিএ-র মাঠকর্মীরা ইতিমধ্যেই সংক্রমিত৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
Big Breaking: IPL 2021 Suspended: এই মরশুমের জন্য স্থগিত আইপিএল- রাজীব শুক্লা
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement