IPL 2021 SRH vs CSK Toss : টস জিতে বল করার সিদ্ধান্ত ধোনির সুপার কিংসের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
IPL 2021 SRH vs CSK Toss : M.S Dhoni wins toss and CSK will bowl first against SRH. মহেন্দ্র সিং ধোনি এবং কেন উইলিয়ামসন। আজ দক্ষিণী ডার্বিতে রিমোট থাকবে এই দুজনের হাতে। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলে পরস্পরের মুখোমুখি হয়েছে ১৫ বার
গত বছর দুবাইয়ে আইপিএলের প্রথম সাক্ষাতে সানরাইজার্স হায়দরাবাদ চেন্নাই সুপার কিংসকে ৭ রানে হারিয়েছিল, ফিরতি ম্যাচে চেন্নাই জিতেছিল ২০ রানে। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে সানরাইজার্সকে ৭ উইকেটে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। ওই ম্যাচের পরই নেতৃত্ব হারান ডেভিড ওয়ার্নার। খারাপ ফর্মের কারণে যিনি এবারের আইপিএলের বাকি ম্যাচগুলিতেও আর নামতে পারবেন না। সানরাইজার্স হায়দরাদ আগেই জানিয়েছে বাকি ম্যাচগুলিতে তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হবে।
advertisement
ডেভিড ওয়ার্নারের পরিবর্তে অরেঞ্জ আর্মির হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ঝকঝকে হাফ সেঞ্চুরি করেছেন জেসন রয়। কেন উইলিয়ামসন অধিনায়কোচিত অপরাজিত অর্ধশতরান করে দলকে জিতিয়েছেন, ভালো খেলেছেন অভিষেক শর্মা। আজকের ম্যাচে নতুন কাউকে সুযোগ দেওয়া হবে নাকি উইনিং কম্বিনেশনই সানরাইজার্স ধরে রাখবে, সেটা স্পষ্ট নয়। আইপিএলে আজ শারজায় এক বনাম আটের লড়াই।
advertisement
advertisement
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের সামনে আজ চলতি আইপিএলে সবার নীচে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসনদের আইপিএলের শেষ চারে ওঠার সম্ভাবনাই নেই। তবে তাঁরা অন্য দলগুলিকে হারিয়ে শেষ চারে কে কত নম্বরে থাকবে বা কে প্লে অফের টিকিট পাবে সেইসব হিসেব এদিক-ওদিক করে দিতেই পারে।
advertisement
যেমন আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে সঞ্জু স্যামসনদের খাদের কিনারায় ঠেলে দিয়েছিল হায়দরাবাদ। মহান অনিশ্চয়তার খেলায় ধোনিরা হারলেও শীর্ষস্থান খোয়াতে হবে না, তবে জিতলেই এক নম্বর দল হিসেবে প্লে অফে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাবে সুপার কিংস।
চেন্নাই সুপার কিংস একাদশ - ফাফ দু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, অম্বাতি রায়ুডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড বা ইমরান তাহির।
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের একাদশ - জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, জেসন হোল্ডার, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা।
Location :
First Published :
September 30, 2021 7:09 PM IST