হোম /খবর /খেলা /
IPL 2021 KKR vs PBKS :দুবাইয়ে শাহরুখের হাতে প্রীতির দলের শাহরুখ বধ

IPL 2021 KKR vs PBKS : দুবাইয়ে শাহরুখের হাতে প্রীতির দলের শাহরুখ বধ

অনবদ্য ব্যাট করলেন কে এল রাহুল

অনবদ্য ব্যাট করলেন কে এল রাহুল

IPL 2021 KKR vs PBKS KL Rahul brilliant innings helps PBKS beat KKR in Dubai. মার্করাম (১৮) ফিরে যান সুনীল নারিনের বলে।দায়িত্ব নিয়ে ব্যাট করেন অধিনায়ক রাহুল।সিঙ্গল নিয়ে স্কোরবোর্ড চালু রাখার পাশাপাশি লুজ বল বাউন্ডারির বাইরে পাঠালেন পঞ্জাব অধিনায়ক

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#দুবাই: টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক কে এল রাহুল। ওপেন করতে নেমে শুভমন গিল মাত্র ৭ করে ফিরে গেলেও নিজের স্বাভাবিক ব্যাটিং চালিয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। রাহুল ত্রিপাঠী চেষ্টা করলেন যথাযথ সমর্থন দিতে। দুজনে মিলে ৭২ রানের পার্টনারশিপ গড়লেন। ত্রিপাঠি ৩৪ করে ফিরে গেলেন রবি বিষ্ণইর বলে। ৪৯ বলে ৬৭ রান করলেন ভেঙ্কটেশ। নয়টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মারলেন তিনি।

চলতি আইপিএলে নিজের দ্বিতীয় অর্ধশতরান করে ফেললেন। নীতিশ রানা ৩১ করলেন। বেশ কয়েকটা দেখার মত শট খেললেন। কিন্তু অধিনায়ক ইয়ন মর্গ্যান এদিন আবার ব্যর্থ। শামির বলে এলবি হলেন মাত্র দুই রান করে। এদিন কেকেআর জার্সিতে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের উইকেট রক্ষক টিম সেইফার্টের। সম্পূর্ণ ব্যর্থ তিনি। রান আউট হয়ে গেলেন। দীনেশ কার্তিক ১১ কিছুটা চেষ্টা করলেন। কিন্তু শেষদিকে শামি এবং অর্শদীপের দুরন্ত বোলিং নাইটদের রানে কিছুটা তালা লাগিয়ে দিল।

যে গতিতে শুরু করেছিল কেকেআর, শেষদিকে সেই গতিতে রান তুলতে ব্যর্থ তারা। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই দুর্দান্ত শুরু করে পঞ্জাব কিংস। দুই ওপেনার কে এল রাহুল এবং আগারওয়াল সাউদি, শিবম মাভি, সুনীল নারিনদের বুদ্ধি করে খেলে বড় পার্টনারশিপ গড়ে তোলেন। নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান আগারওয়ালের ক্যাচ মিস করেন প্রথমেই। সেই আগারওয়াল ৪০ করে আউট হন।

নিকোলাস পুরান করেন ১২। দুটো উইকেটই নেন বরুণ চক্রবর্তী। মার্করাম (১৮) ফিরে যান সুনীল নারিনের বলে। কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাট করেন অধিনায়ক রাহুল। সিঙ্গল নিয়ে স্কোরবোর্ড চালু রাখার পাশাপাশি লুজ বল বাউন্ডারির বাইরে পাঠালেন। কিন্তু দীপক হুদা ৩ করে ক্যাচ দিয়ে ফেরেন মাভির বলে। এরপর আসেন শাহরুখ খান। একটি ওভার বাউন্ডারি মারেন তিনি।একটি চার মারেন।কিন্তু শেষ পর্যন্ত রাহুল মভির বলে আউট হলেও, পরে রিপ্লেতে দেখা যায় ক্যাচ ধরার সময় রাহুল ত্রিপাঠীর হাত মাটি স্পর্শ করেছিল। এরপর মাভীর বলে বাউন্ডারি মেরে পঞ্জাবের জয় নিশ্চিত করেন রাহুল।

কিন্তু শেষ ওভারে ভেঙ্কটেশ এর বলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ৬৭ করে। রাহুল আউট হওয়ার পর হঠাৎ করেই জয়ের গন্ধ পেতে শুরু করে নাইট শিবির। কিন্তু শাহরুখ খান ছক্কা মেরে পঞ্জাবকে ৫ উইকেটে জয় এনে দিলেন। মাত্র ৯ বলে ২২ করেন শাহরুখ খান।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: IPL 2021, Kkr