জুজু নেট বোলাররা, ব্যাট হাতে ধোনির তাণ্ডব, সিএসকে-র ভিডিও ভাইরাল

Last Updated:

এবারের আইপিএল মরশুম শুরুর আগেই তিনি দলের বাকি সদস্যদের সঙ্গে সঙ্গে ক্যাম্পে যোগ দেন৷ তিনি নিজের কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয় জমিয়ে দলের সঙ্গে অনুশীলন করছেন৷

#চেন্নাই: চেন্নাই সুপার কিংস (CSK) -র অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)  -র একটি ভিডিও শেয়ার করেছে৷ এই ভিডিওটি আইপিএলের ১৪ তম মরশুমের অনুশীলনের একটি ভিডিও পোস্ট ভাইরাল হয়েছে৷ আইপিএল ২০২১  (IPL 2021) -র নেটে নিজের স্বভাবসিদ্ধ ফর্মের আভাস দিয়েছেন তিনি৷ নেটে বোলারদের জমিয়ে ছক্কা হাঁকাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি৷
ধোনি অনেক সময় ধরে আইপিএলের জন্য প্রস্তুতি সারছেন৷ কারণ গত মরশুমে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলে চেন্নাই সুপার কিংস খারাপ পারফর্ম করেছিল ৷ নিজের ফর্মের ধারেকাছে ছিলেন না মাহি৷ আইপিএলের পর আর কোনও ক্রিকেটও  খেলেননি ধোনি৷ তাই আইপিএলের মরশুমের জন্য নিজেই প্রস্তুতি সারছিলেন৷
advertisement
advertisement
এবারের আইপিএল মরশুম শুরুর আগেই তিনি দলের বাকি সদস্যদের সঙ্গে সঙ্গে ক্যাম্পে যোগ দেন৷ তিনি নিজের কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয় জমিয়ে দলের সঙ্গে অনুশীলন করছেন৷
আইপিএলে -১৪ তর মরশুমে ১৪ ম্যাচে ২৫ গড় ও ১১৬.২৭ স্ট্রাইকরেটে ২০০ রান করেছিলেন তিনি৷ এই সময়ে তিনি কোনও শতরানও করতে পারেননি৷ আইপিএলের ইতিহাসে এটাই একমাত্র মরশুম যখন ধোনির দল প্লে অফের যোগ্যতা পায়নি৷
advertisement
৩৯ বছরের ধোনি গত বছর ১৫ অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন৷ সিএসকে-র শেয়ার করা ভিডিওতে তিনবারের চ্যাম্পিয়ন সিএসকে-র অধিনায়ক ধোনি নেটে প্রচুর ছক্কা মারছেন৷
আইপিএলে ধোনি ২০৪ ম্যাচে ৪৬৩২ রান করেছেন৷ এই মরশুমে ঠিকঠাক খেললে তাঁর আইপিএলে ৫০০০ রানের মাইল ফলক পার হয়ে যাবে৷ আইপিএল নিলামে মইন আলি, কৃষ্ণাপ্পা গৌতম৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
জুজু নেট বোলাররা, ব্যাট হাতে ধোনির তাণ্ডব, সিএসকে-র ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement