IPL 2021: ফিটনেস নিয়ে চাপে রয়েছেন, সাফ কথা জানিয়ে দিলেন ধোনি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ক্যাপ্টেন কুল নিজের অবস্থান নিয়ে আর কোনও লুকোছাপা করলেন না৷
#চেন্নাই: মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে জয়ের ধারা অব্যহত রেখেছে৷ এদিকে সব ভালোর মধ্যে চোখ রাঙাচ্ছে৷ ধোনির ফিটনেস৷ মানে সেভাবে কেউ আঙুল তুলতে না পারলেও আঙুল উঠবে উঠবে করছে৷ ধোনি নিজের মুখেও সত্যিটা স্বীকার করে নিয়েছেন৷ তিনি সাফ বলে দিয়েছেন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফিটনেস ধরে রাখা মোটেই সহজ নয়৷ তিনি বলেছেন বয়স বাড়া আর ফিট থাকা এই দুটি সবচেয়ে শক্ত৷
তিনি বলেছেন যখন আপনি খেলেন তখন কেউ চায় না সেই ক্রীড়াবিদকে আনফিট বলা হোক৷ তিনি বলেছেন, ‘‘আমাকে তরুণ খেলোয়াড়দের সমান হতে হয়৷ ওরা খুব দৌড়দৌড়ি করে যেটা প্রচণ্ড চ্যালেঞ্জিং৷ ’’
ধোনি বলেছেন , ‘‘আমার মনে হয়েছে আমি ব্যাট করতে নেমে কম রান বানিয়েছি৷ বল স্পিন করছিল তাই রাজস্থান ৪৫ রানে হেরেছে৷ রয়্যালস দল এক সময়ে ভালো জায়গায় ছিল৷ ১০ ওভারে জস বাটলার রবীন্দ্র জাদেজার বলে ছক্কা মারেন৷ তারপর বল বদল করতে হয়৷ ভিজে বলের জায়গায় শুকনো বল আসতেই স্পিনাররা রয়্যালসে ফাঁদে ফেলে৷ আর সুপার কিংসের পাল্লা ভারি হয়ে যায়৷ ’’
advertisement
advertisement
জাদেজা আর মইন আলির দুরন্ত বোলিং
আগের ম্যাচেই চেন্নাই সুপার কিংস দলের হয়ে ২০০ ম্যাচ খেলার রেকর্ড করেছিলেন। সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাই অধিনায়ক হিসেবে ২০০ ম্যাচ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দল, রাইজিং পুনে এবং চেন্নাই মিলিয়ে মোট ২৮৭ বার টি টোয়েন্টিতে অধিনায়ক থেকেছেন তিনি। যা বিশ্ব রেকর্ড। এদিন আইপিএলে ছিল ধোনির ২০৭ নম্বর ম্যাচ। কিন্তু মাইলস্টোন স্পর্শ করার দিনেও ব্যাটে রান নেই মাহির। মাত্র ১৮ করে আউট হলেন এদিন।
advertisement
প্রাক্তন ক্রিকেটাররা তাঁর সাত নম্বরে ব্যাট করতেন নামার সমালোচনা করলেও তিনি নিজের কথাতেই চলেন। এদিনও তাই করলেন। দুটো বাউন্ডারি মেরে অবশ্য আশা জাগিয়েছিলেন। ধোনি ভক্তরা ভাবতে শুরু করেছিল এদিন শেষ চার ওভারে বোধহয় সেই পুরনো ধোনি ঝড় দেখা যাবে। কিন্তু আশা জাগিয়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ কিংবদন্তি। প্রশ্ন উঠছে, তাহলে কী নিজের সেরা সময় পেছন ফেলে এসেছেন? কিছুটা জোর করেই খেলছেন? কিছুতেই টাইমিং করতে পারছেন না।
advertisement
আসলে এটা কোনও অবাক হওয়ার মত ব্যাপার নয়। ক্রিকেট রিফ্লেক্স নির্ভর খেলা। একটা সময়ের পর স্বনামধন্য তারকাদেরও রিফ্লেক্স কমে আসে। মহেন্দ্র সিং ধোনি এখন এই পর্যায়ের ভেতর দিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি চান একটা ভবিষ্যতের দল তৈরি করে যেতে। সে কারণেই এই বছর অবসর না নিয়ে খেলে দিলেন। কিন্তু ক্রিকেটীয় যুক্তির বিচারে চেন্নাই সুপার কিংস দলটাকে ভাল কিছু করতে হলে ব্যাটসম্যান ধোনিকে রান করতে হবে। সেটাই হচ্ছে না।
advertisement
মাথা আগের মতই চলছে, কিন্তু শরীর চলছে না। মানিয়ে নিতে অনেকটা সময় নিচ্ছেন। দলের স্বাভাবিক খেলা এবং রান তোলার গতি ধাক্কা খাচ্ছে। কিন্তু ক্রিকেটারটির নাম যখন মহেন্দ্র সিং ধোনি, তখন তাঁর সমাপ্তি ঘোষণা করা এত সহজ নয়। অতীতে বহু হারা ম্যাচ একক কৃতিত্বে দলকে জিতিয়েছেন। তিনি দলে থাকা আর না থাকার মধ্যে অনেক পার্থক্য। মানসিকভাবে চেন্নাই দল শক্তিশালী জায়গায় থাকে তিনি থাকলে।
view commentsLocation :
First Published :
April 20, 2021 1:20 PM IST

