#নয়াদিল্লি:
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন কিছুদিন আগে বলেছিলেন, তাঁদের দেশের ক্রিকেটাররা নিজেদের ইচ্ছেয় আইপিএল খেলতে ভারতে এসেছেন। এখন ভারতে করোনা পরিস্থিতি ভয়ংকর। এমন পরিস্থিতিতে ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরতে হলে ক্রিকেটারদের নিজেদেরই ব্যবস্থা করে নিতে হবে। এরপর অবশ্য অ্যাডাম জাম্পা, অ্যান্ড্রু টাই-এর মতো একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএল ছেড়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার সরকার ভারত থেকে তাঁদের দেশে ফেরা নাগরিকদের প্রবেশ বিধিনিষেধ আরোপ করেছে। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের পক্ষে অস্ট্রেলিয়ায় ফেরার রাস্তা বেশ কঠিন।এবার সিডনি মর্নিং হেরাল্ড-এর খবর অনুযায়ী জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ায় ফিরতে হলে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে আইপিএল খেলতে আসা অজি ক্রিকেটারদের। এমনকী ভারতে আসার অপরাধে তাঁদের জেল পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি আইপিএলে ১৪ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছেন। তাঁদের মধ্যে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারের মতো তারকারাও রয়েছেন। আবার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সাপোর্ট স্টাফ, কোচ হিসেবেও অস্ট্রেলিয়ার একাধিক প্রাক্তন তারকা রয়েছেন। অস্ট্রেলিয়ার বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার আইপিএলে ধারাভাষ্যকার টিমের সঙ্গেও যুক্ত। ম্যাথু হেডেন, রিকি পন্টিং- এর মতো তারকাদের এবার অস্ট্রেলিয়ায় ফেরার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে।
নাইন নিউজ, সিডনি মর্নিং হেরাল্ড-এর মতো একাধিক অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম খবর করেছে, ভারত থেকে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় ফেরা নাগরিকদের সেই দেশের সরকার অপরাধী হিসেবে বিবেচনা করবে। যার ফলে ভারত থেকে ফিরলে অস্ট্রেলিয়ার নাগরিকদের আলাদাভাবে রাখা হতে পারে। এছাড়া জরিমানা বা জেলের মতো শাস্তিও হতে পারে। কিছু ক্ষেত্রে জরিমানার অংক ৬৬ হাজার ডলার ছাড়াতে পারে বলেও খবর। এই মুহূর্তে ৩৬ হাজার অস্ট্রেলিয়ার নাগরিক বিভিন্ন দেশে আটকে রয়েছেন। তাঁদের মধ্যে ৯ হাজার অস্ট্রেলিয়ান নাগরিক রয়েছেন ভারতে। তাঁদের প্রত্যেকেরই একই সমস্যার সম্মুখীন হতে হবে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, তারকা হন বা সাধারণ মানুষ, প্রত্যেককে একই নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। গত দুই সপ্তাহ ধরে যারা ভারতে রয়েছেন তাদের অস্ট্রেলিয়ায় ফেরার ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে এবার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।