Newyork Mayor Election: ট্রাম্পের হাজার বাঁকা কথার পরেও তৈরি হল ইতিহাস, নিউইয়র্কের মেয়র নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি!

Last Updated:

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পরে এটাই ছিল সে দেশের প্রথম জাতীয় স্তরের নির্বাচন৷ জয়ের ঠিক পর পরই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন মামদানি৷

News18
News18
নিউইয়র্ক: তৈরি হল ইতিহাস৷ ট্রাম্পের রিপাব্লিকান আবহের মাঝেই নিউ ইয়র্ককে ঝুলিতে ভরল ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি৷ ভারতীয় বংশোদ্ভূত, তদুপরি প্রখ্যাত চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে হলেন আমেরিকার কালচারাল রাজধানী নিউ ইয়র্কের মেয়র৷ হারিয়ে দিলেন নিকটতম প্রার্থী নিউইয়র্কের স্টেট গভর্নর অ্যান্ড্রু কুওমোকে৷ তিনি অবশ্য নির্দল প্রার্থী হিসাবেই নিউইয়র্কের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাব্লিকান প্রার্থী কার্টিস সিলওয়া-ও৷ গত সেপ্টেম্বরই মেয়রের দৌড় থেকে নিজের নাম সরিয়ে দিয়েছিলেন নিউইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামস৷
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়৷ ভোটপর্ব শেষ হয় রাত ৯টা পর্যন্ত৷ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পরে এটাই ছিল সে দেশের প্রথম জাতীয় স্তরের নির্বাচন৷ জয়ের ঠিক পর পরই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন মামদানি৷ সিটি হল মেট্রো স্টেশনের সেই ভিডিয়োতেও ছিল জলের সূক্ষ্ম বার্তা৷
advertisement
advertisement
বছর চৌত্রিশের মামদানির জন্ম উগান্ডায়৷ বড় হওয়া নিউইয়র্কে৷ তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিরও সদস্য৷ প্রখ্যাত পরিচালক মীরা নায়ার এবং মাহমুদ মামদানির ছেলে তিনি৷ মাহমুদ প্রাচীন ভারতের ঐতিহ্য বিষয়ক লেখক হিসাবে বিশেষ পরিচিত৷
advertisement
অভিবাসীদের জন্য নিউইয়র্কে থাকার বাড়ি ভাড়ার ব্যবস্থার পুনর্বিন্যাস, বিনামূল্য বাস পরিষেবা, ৬ সপ্তাহ থেকে ৫ বছরের বাচ্চার ফ্রি চাইল্ড কেয়ার পরিষেবা, খাদ্যবস্তুর বাজারদর নিয়ন্ত্রণ ইত্যাদি ছিল মামদানির প্রতিশ্রুতি তালিকার অন্যতম৷ শাহরুখ খানের গান শুনিয়ে বলিউড মুভিজের ডায়লগ বলে অভিনব প্রচার করতে দেখা গিয়েছিল মামদানিকে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Newyork Mayor Election: ট্রাম্পের হাজার বাঁকা কথার পরেও তৈরি হল ইতিহাস, নিউইয়র্কের মেয়র নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই
সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা,তবে রাজ্যে বৃষ্টি নেই
  • সাগরের উপর নিম্নচাপ অঞ্চল

  • মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

  • তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই

VIEW MORE
advertisement
advertisement