Canada Student Visa: আমেরিকার মতোই কানাডাও! আরও কঠিন হচ্ছে বাইরে পড়তে যাওয়া, বাতিল ৭৪% স্টুডেন্ট ভিসার আবেদন

Last Updated:

সামগ্রিক ভাবে, বিদেশ থেকে আবেদনকারী ৪০% ভিসাই বাতিল করেছে কানাডা৷ বাতিল হয়েছে চিনের ২৪% পড়ুয়ার আবেদন৷

News18
News18
কানাডা: আমেরিকার মতোই পড়শি কানাডাও৷ ভিনদেশি পড়ুয়াদের ভিসা দেওয়ার বিষয়ে আরও কড়াকড়ি করছে তারা৷ এক সময় কানাডায় পড়তে ভিনদেশি ছাত্রছাত্রীদের একটা বড় অংশ ভারতীয় ছিল, সেখানে চলতি বছরে বাতিল হয়েছে ৭৪ শতাংশ ভারতীয় পড়ুয়ার আবেদন৷
কানাডায় উচ্চ শিক্ষা করতে চেয়ে প্রতি বছরই বহু ছেলেমেয়ে কানাডা সরকারের কাছে স্টুডেন্টস ভিসার আবেদন করে থাকেন৷ কিন্তু, ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, এবছর ৭৪ শতাংশ ভারতীয় পড়ুয়ার আবেদন খারিজ করে দিয়েছে কানাডা সরকার৷ যা গত বছরের ৩২ শতাংশের তুলনায় দ্বিগুণ৷
advertisement
advertisement
সামগ্রিক ভাবে, বিদেশ থেকে আবেদনকারী ৪০% ভিসাই বাতিল করেছে কানাডা৷ বাতিল হয়েছে চিনের ২৪% পড়ুয়ার আবেদন৷
গত এক দশক ধরে কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত। তবে অনুমোদনের হার হ্রাস পাওয়ার সাথে সাথে আবেদনকারী ভারতীয়দের সংখ্যাও মারাত্মক ভাবে হ্রাস পেয়েছে। ২০২৩ সালের অগস্টে ২০,৯০০ জনেরও বেশি আবেদন করেছিল কানাডায় পড়ার জন্য৷ যে সংখ্যাটা এই অগাস্টে এসে হয়েছে মাত্র ৪,৫১৫৷
advertisement
কিন্তু, এই টানাপড়েনের কারণটা কী?
ভারত-কানাডা সম্পর্কে টানাপড়েন শুরু হয়েছিল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সময়ে৷ সে সময় ট্রুডো কানাডা আইনসভায় সর্বসমক্ষে দাবি করেছিলেন, কানাডায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারত জড়িত৷
advertisement
তবে এর পাশাপাশি কানাডা সরকার অভিবাসন জালিয়াতি নিয়েও সতর্ক হয়েছে৷ ২০২৩ সালে, কানাডিয়ান কর্তৃপক্ষ স্টাডি পারমিট পাওয়ার সাথে যুক্ত ১,৫৫০টি জালিয়াতির মামলা সামনে এনেছে৷ যার বেশিরভাগই ভারত থেকে এসেছে৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Canada Student Visa: আমেরিকার মতোই কানাডাও! আরও কঠিন হচ্ছে বাইরে পড়তে যাওয়া, বাতিল ৭৪% স্টুডেন্ট ভিসার আবেদন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement