Bihar Assembly Election 2025: অবশেষে তাঁর দেখা মিলল! ‘আমরাই আসছি,’ ভগ্ন স্বাস্থ্যেই ভোট প্রচারে, জোট নিয়ে আত্মবিশ্বাসী লালু
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এদিন লালু বলেন, ‘‘নির্বাচনী প্রচার খুব ভাল চলছে৷ জোটই জিতবে৷ স্থানীয় কর্মীরা খুব ভাল কাজ করছেন৷ সাধারণ মানুষের সাপোর্ট আছে৷ তেজস্বী মানুষের ভরপুর সমর্থন পাচ্ছে৷’’
পটনা: প্রচারে নেই তেমন ভাবে৷ স্বাস্থ্য ভেঙেছে৷ কিডনি প্রতিস্থাপন হয়েছে৷ সেই প্রতাপ দেখানোর সুযোগ আর দিচ্ছে না শরীর৷ কিন্তু, বিহার রাজনীতিতে আজও যে তিনি প্রাসঙ্গিক তা প্রমাণ হয়ে যাচ্ছে বারবার৷ কখনও জোটের আসন রফা নির্ধারণে, কখনও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি নিশানায় পড়ে৷ সোমবারই যখন কাটিহারের জনসভা থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে সরাসরি আক্রমণ করতে দেখা গেল মোদিকে, ঘটনাচক্রে সেই দিনই ২০২৫ এর বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রথমবার প্রচার অভিযানে বেরলেন লালু৷
সোমবার সংবাদ সংস্থা এনডিটিভির সঙ্গে কথা বলার সময় আত্মবিশ্বাসের সঙ্গে লালুপ্রসাদ জানিয়েছেন, মহাগঠবন্ধন জোটই এবার বিহারে ক্ষমতায় আসছে৷ ছেলের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে তিনি বলেন, তেজস্বী যাদব আর কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন৷
advertisement
advertisement
লালুর কথায়, ‘‘সাধারণ মানুষের সিদ্ধান্ত পরিষ্কার৷ আগামী ১৪ নভেম্বর তাঁরা নতুন সরকার আনছেন৷ আমরাই সরকার গড়ব৷’’
এনডিএ-এর বিরুদ্ধে আরজেডি, কংগ্রেস, স্থানীয় এবং বাম দলগুলি নিয়ে বিরোধী মহাগঠবন্ধন জোট গড়া এবং তাকে টিকিয়ে রাখার পিছনে লালুপ্রসাদের মঞ্চের পিছন থেকেই কলকাঠি নেড়ে গেছেন৷ আসন সমঝোতা নিয়ে যখন রীতিমতো ভাঙো ভাঙো দশা বিরোধী জোটে, তখন সব ঠিক করতে সেই লালুপ্রসাদকেই ফোন করেছিলেন রাহুল গান্ধি৷
advertisement
এদিন লালু বলেন, ‘‘নির্বাচনী প্রচার খুব ভাল চলছে৷ জোটই জিতবে৷ স্থানীয় কর্মীরা খুব ভাল কাজ করছেন৷ সাধারণ মানুষের সাপোর্ট আছে৷ তেজস্বী মানুষের ভরপুর সমর্থন পাচ্ছে৷’’
প্রসঙ্গত, বিরোধী মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বিহারের বৈশালী জেলার রাঘোপুর কেন্দ্র থেকে লড়ছেন৷ ২০১৫ সাল থেকে তিনি এই কেন্দ্র থেকেই জিতে আসছেন৷ এখানে তাঁর বিরুদ্ধে এনডিএ প্রার্থী করেছে সতীশ কুমারকে৷ রয়েছেন প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির চঞ্চল কুমারও৷
advertisement
সোমবার তেজস্বী যাদব এবং লালু প্রসাদের দিকে ইঙ্গিত করে মোদি বলেন, “আরজেডি-কংগ্রেসের পোস্টারগুলো দেখুন – যিনি বছরের পর বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁর ছবি এক কোণে ঠেলে দেওয়া হয়েছে।” তেজস্বীকে কটাক্ষ করে তিনি জিজ্ঞাসা করেন, “প্রচারের সময় তোমার বাবার নাম নিতেও তুমি ভয় পাচ্ছ? কেন? তাঁর শাসনকাল সম্পর্কে এই লুকোচুরি কেন?”
view commentsLocation :
Bihar
First Published :
November 03, 2025 11:10 PM IST

