ভালবাসা অন্ধ! জেব্রার সঙ্গে গাধার অন্তরঙ্গ প্রেম, জন্ম নিল জঙ্কি...ঝড়ের গতিতে ভাইরাল ছবি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Donkey আর Zebra-র সন্তান Zonkey।
#কেনিয়াঃ ভালবাসা অন্ধ। এ কথা কে না জানে! তবে গাধার সঙ্গে জেব্রার প্রেমের কথা অনেকেই জ্যান্ত না, যদি না জঙ্কি জন্মাত।
ভাবছেন তো কী সব শুনছেন। একদম ঠিকই শুনছেন। কেনিয়ার চিড়িয়াখানায় প্রেম হয়েছিল গাধা আর জেব্রার। আর তাঁদের ভালবাসার নিদর্শন হিসেবে জন্ম নিল জঙ্কি। Donkey আর Zebra-র সন্তান Zonkey। সোশ্যালে সেই ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে। এই হাইব্রিড ছানা জঙ্কিকে কেমন দেখতে জানেন? ছবিতে দেখা যাচ্ছে, জঙ্কির কোমরের পর থেকে পায়ে ডোরা কাটা দাগ জেব্রার মতো। বাকিটা হুবহু গাধার মত।
advertisement
পূর্ব আফ্রিকার কেনিয়ার শেল্ড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্ট তাদের ফেসবুক পেজে জঙ্কির ছবি শেয়ার করেছে। এই ছবিটি শেয়ার করে জঙ্কির জন্ম বৃত্তান্ত জানিয়েছে তারা। জানা গিয়েছে, গত বছর মে মাসে, সাভো মোবাইল ভেটেরিনারি ইউনিট কেডব্লিউএস কমিউনিটি ওয়েস্টার্নের একটি কল পায়। সেখান থেকে একটি জেব্রা কমিউনিটি বোর্ডিং পার্কে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অন্যান্য গবাধি পশুর সঙ্গে থাকতে করতে শুরু করে জেব্রাটি। সেখান থেকে পড়ে সেই জেব্রাটিকে চুলু জাতীয় উদ্যানে পাঠান হয়। সেখানেই ঐ জেব্রা এই গাধার মত দেখতে সন্তানের জন্ম দেয়। প্রাথমিকভাবে, দলের সদস্যরা বুঝতে পেরেছিলেন, এটি গাধা আর জেব্রার প্রেমের ফসল।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2020 11:38 PM IST