World War II Bomb: রেললাইনের মাঝখান থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! মুহূর্তে প্যারিসে থমকে গেল ট্রেন চলাচল...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
World War II Bomb: প্যারিসের গার দ্য নর স্টেশনে কাজ চলার সময় উদ্ধার করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। মুহূর্তে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, বিস্তারিত জানুন...
প্যারিস: প্যারিসের গার দ্য নর রেলস্টেশনে শুক্রবার একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা উদ্ধার হওয়ার পর স্টেশনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এই বোমাটি রেললাইনের মাঝখানে পাওয়া যায়, যা গার দ্য নর স্টেশন থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরে সেন্ট-ডেনিস (Saint Denis) অঞ্চলে রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন সন্ধান মেলে বলে জানিয়েছে SNCF রেল সংস্থা।
advertisement
advertisement
গার দ্য নর ফ্রান্সের ব্যস্ততম ট্রেন স্টেশন। এখানে ইউরোস্টার ট্রেন ছাড়াও আঞ্চলিক ও শহরতলির ট্রেন পরিষেবা চলে। SNCF-এর তথ্য অনুযায়ী, প্রতিদিন এখানে প্রায় ৭ লক্ষ যাত্রী যাতায়াত করেন।
ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন SNCF-এর RER B ট্রেন পরিষেবা এক্স (X)-এ জানায়, উদ্ধারকৃত বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ টাবারো সতর্ক করেছেন যে, গার দ্য নর-এর ট্রেন চলাচল শুক্রবার সারাদিন ব্যাহত থাকবে। সাধারণত সপ্তাহান্তের কারণে শুক্রবার যাত্রীদের ভিড় বেশি থাকে, ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
advertisement
তিনি Sud Radio-কে দেওয়া এক সাক্ষাৎকারে যাত্রীদের যাত্রা স্থগিত করার অনুরোধ জানান এবং আশা প্রকাশ করেন যে, শুক্রবার বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
সতর্কতার জন্য আন্তর্জাতিক, হাই-স্পিড এবং স্থানীয় সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে, পুলিশ বোমাটি নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে।
advertisement
Eurostar ট্রেন সংস্থা এক বিবৃতিতে জানায়, “প্যারিস গার দ্য নর-এর রেললাইনে একটি বস্তু পাওয়ায় আমাদের পরিষেবা ব্যাহত হতে পারে। অনুগ্রহ করে অন্য তারিখে যাত্রার পরিকল্পনা করুন।”
যাত্রীদের প্রতিক্রিয়া – এই ঘটনার পর অনেক যাত্রী বিস্ময় প্রকাশ করেছেন। ক্লোয়ি টারনান্দ নামের এক যাত্রী বলেন, “মজার ব্যাপার, আমি লরিয়ঁ থেকে ফিরলাম, যেখানে প্রায়ই অবিস্ফোরিত বোমা পাওয়া যায়!”
advertisement
এর আগেও ঘটেছে এমন ঘটনা – এই প্রথম নয়, এর আগেও ২০১৯ সালে প্যারিসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা উদ্ধার হয়েছিল, যার ফলে সেন্ট লাজারে স্টেশন ও পশ্চিমাঞ্চলীয় শহরতলির ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল।
তদন্ত চলছে, বোমাটি নিষ্ক্রিয় করার পরই স্বাভাবিক হবে ট্রেন চলাচল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2025 2:38 AM IST