"আমি HIV পজিটিভ, তোমাদের সংক্রামিত করেছি", প্রাক্তনদের বিরুদ্ধে প্রতিশোধ মহিলার

Last Updated:

সব প্রাক্তন শয্যাসঙ্গীর উদ্দেশ্যে ফেসবুক লাইভ করলেন ব্র্যান্ডি৷ জানালেন, তিনি এইচআইভি পজিটিভ!

#জর্জিয়া: বারবার প্রতারিত হচ্ছিলেন৷ তাই প্রতিশোধ নিতে অভিনব পথে হাঁটলেন জর্জিয়ার ব্র্যান্ডি ইয়াকেইমা লেসিটার৷ তার সব প্রাক্তন শয্যাসঙ্গীর উদ্দেশ্যে ফেসবুক লাইভ করলেন ব্র্যান্ডি৷ জানালেন, তিনি এইচআইভি পজিটিভ!
ফেসবুক লাইভ ভিডিওতে ৩৬ বছরের ব্যান্ডি তার প্রাক্তন শয্যাসঙ্গীদের নাম নিয়ে বলেন তাদেরকে তিনি এইচআইভি সংক্রামিত করেছেন৷ ভিডিও পোস্ট করার পর তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হওয়ার পরই পিছু হঠেন ব্র্যান্ডি৷
আমেরিকাস পুলিশ ম্যাজিস্ট্রেট হারমান লামার জানিয়েছেন ভিডিওতে তিনি যা বলেছেন তা মিথ্যে৷ আদপেও তিনি এইচআইভি পজিটিভ নন৷ ২০১৮ সালের যে রক্তপরীক্ষার রিপোর্ট তিনি থানায় জমা দিয়েছেন তাতেই রয়েছে প্রমাণ৷ এমনকী, আরও একবার রক্তপরীক্ষার জন্যও রাজি হয়েছেন তিনি৷
advertisement
advertisement
ভিডিওতে শুধু তার প্রাক্তন শয্যাসঙ্গীদেরই নয়, তাদের স্ত্রী, সন্তানদেরও তার প্রতারণার শিকার বলেছেন ব্র্যান্ডি৷ পরে অবশ্য পুলিশকে তিনি জানিয়েছেন, সেই সময় তিনি রাগের মাথায় এসব বলেছেন৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
"আমি HIV পজিটিভ, তোমাদের সংক্রামিত করেছি", প্রাক্তনদের বিরুদ্ধে প্রতিশোধ মহিলার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement