Woman Modelling Banned: মহিলাদের নিষেধ, পুরুষরাই এখন করছেন মেয়েদের 'এই' কাজ! বিশ্বজুড়ে বিতর্কে চিন

Last Updated:

Woman Modelling Banned: অন্তর্বাসের বেশ কয়েকটি লাইভস্ট্রিম ভিডিওতে পুরুষদের পুশ-আপ ব্রা, টাইট-ফিটিং কর্সেট এবং লেস বিহীন নাইটগাউন পরে আসতে দেখা গিয়েছে।

মহিলাদের 'ব্রা' পরেই বিজ্ঞাপন করছেন পুরুষ মডেলরা। (প্রতীকী ছবি)
মহিলাদের 'ব্রা' পরেই বিজ্ঞাপন করছেন পুরুষ মডেলরা। (প্রতীকী ছবি)
বেজিং: মহিলাদের 'ব্রা' পরেই বিজ্ঞাপন করছেন পুরুষ মডেলরা। মহিলারা অন্তর্বাস পরে লাইভস্ট্রিম করতে পারবেন না, নতুন নিষেধাজ্ঞা জারি হয়েছে চিনে। কিন্তু মহিলারা পারছেন না তো কী হয়েছে, অন্তর্বাস পরে ক্যামেরার সামনে আসছেন পুরুষরাই। তাঁরা লাইভস্ট্রিমিং-এর মাধ্যমে অন্তর্বাস শিল্পকে সমর্থন জানিয়েছেন এবং মহিলারা পারছেন না বলে পুরুষরাই সেই কাজে নেমে পড়েছেন।
সম্প্রতি চিনের অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থাগুলি মহিলাদের বদলে পুরুষ মডেলদের দিয়ে অন্তর্বাসের লাইভস্ট্রিমিং করাচ্ছে। চিন সরকার ক্যামেরার সামনে অন্তর্বাস পরে মহিলা মডেলদের আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তার পরেই এই অভিনব সিদ্ধান্ত। অন্তর্বাসের বেশ কয়েকটি লাইভস্ট্রিম ভিডিওতে পুরুষদের পুশ-আপ ব্রা, টাইট-ফিটিং কর্সেট এবং লেস বিহীন নাইটগাউন পরে আসতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, Ok-র ফুল ফর্ম জানেন? ৯৯ শতাংশ মানুষই জানে না!
অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থার এক কর্মী জানিয়েছেন, এছাড়া তাঁদের কাছে আর অন্য কোনও উপায় নেই। ডিজাইনগুলি মহিলাদের জন্য তৈরি। কিন্তু তাঁরাই পরে ক্যামেরার সামনে আসতে পারছেন না। তাই পুরুষ মডেলদের এই কাজে লাগানো হচ্ছে। ২০২৩-এর প্রথম দু'মাসে লাইভস্ট্রিম শপিং থেকে প্রায় ৭০০ বিলিয়ন ডলারের বেশি রোজগার করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: 'ভাইরাল' বলেন কথায় কথায়, সোশ্যাল মিডিয়ায় কী ভাবে চালু হল এই শব্দ, আপনি জানেন?
কিন্তু গত ডিসেম্বর থেকেই দেখা যাচ্ছে, লাইভস্ট্রিমিং-এ অন্তর্বাস পরে আসছেন পুরুষরা। এক একটি লাইভস্ট্রিমে লেখা থাকছে, স্ত্রী এবং প্রাপ্তবয়স্কদের জন্য সুন্দর অন্তর্বাস। আর ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ মেয়েদের ব্রা পরে রয়েছেন। এক ব্যবহারকারী এই ভিডিও দেখে বলেছেন, মহিলাদের থেকে পুরুষদের অন্তর্বাস পরে বেশি ভাল লাগছে। তবে এর ফলে অনেক মহিলা আর কাজের সুযোগ পাচ্ছেন না।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Woman Modelling Banned: মহিলাদের নিষেধ, পুরুষরাই এখন করছেন মেয়েদের 'এই' কাজ! বিশ্বজুড়ে বিতর্কে চিন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement