Wife kills Husband: নৃশংস হত্যা, স্বামীর দেহ ৩০ টুকরো করল স্ত্রী! প্লাস্টিকে ভরে ছড়িয়ে দেওয়া হল শহরে!

Last Updated:

Wife kills Husband: পুলিশ জানিয়েছে, খুন হওয়া ব্যক্তি তাঁর মিশরীয় প্রেমিকার সঙ্গে বাগদান সেরেছিলেন৷ একইসঙ্গে তিনি স্ত্রীকে সঙ্গে রাখতে চেয়েছিলেন বলে অশান্তি চলছিল বেশ কয়েকদিন ধরেই৷

নৃশংস হত্যা, স্বামীর দেহ ৩০ টুকরো করল স্ত্রী! প্লাস্টিকে ভরে ছড়িয়ে দেওয়া হল শহরে!
নৃশংস হত্যা, স্বামীর দেহ ৩০ টুকরো করল স্ত্রী! প্লাস্টিকে ভরে ছড়িয়ে দেওয়া হল শহরে!
সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে এক চাঞ্চল্যকর ঘটনার খবর প্রকাশ পেয়েছে। নিরমিন নাউফাল (৫৩) নামের এক নারী তাঁর স্বামীকে (৬২) বৈবাহিক নির্যাতন থেকে মুক্তি পেতে পাওয়ার স ব্যবহার করে হত্যা করেন। হত্যার পর স্বামীর দেহাংশ ৩০টি প্লাস্টিক ব্যাগে ভরে সিডনির বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে জানা গেছে, গত বছরের ৩ মে সিডনির গ্রিনএকর এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। আদালতে শুনানিতে উঠে এসেছে যে নাউফাল স্বামীর পরকীয়ার কারণে এবং আগের নির্যাতনের ঘটনার জন্য ক্ষুব্ধ ছিলেন। পুলিশ জানিয়েছে, মমদুহ নাউফাল তাঁর মিশরীয় প্রেমিকার সঙ্গে বাগদান সেরে স্ত্রীকে একইসঙ্গে বিবাহিত অবস্থায় রাখতে চেয়েছিলেন।
advertisement
advertisement
হত্যার পর, অভিযুক্ত মিশরে গিয়ে স্বামীর নামে থাকা সম্পত্তি বিক্রি করে প্রায় $২০০,০০০ নিয়ে ফিরে আসেন। প্রসিকিউটর উইলিয়াম সিট দাবি করেন, হত্যাকাণ্ডটি ইচ্ছাকৃত এবং সুযোগের সদ্ব্যবহার করে ঘটানো হয়েছে।
অভিযুক্তের আইনজীবী আদালতে জানান, নাউফাল দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন, যার মধ্যে ছিল বিষণ্ণতা, এবং মানসিক বিকার। তবে বিচারক ডেবোরাহ সুইনি অভিযোগকে শক্তিশালী বলে মনে করে তাঁর জামিন নাকচ করেন। পরবর্তী শুনানি ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Wife kills Husband: নৃশংস হত্যা, স্বামীর দেহ ৩০ টুকরো করল স্ত্রী! প্লাস্টিকে ভরে ছড়িয়ে দেওয়া হল শহরে!
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement