Accident: উথাল পাতাল নদীতে উল্টে গেল যাত্রী বোঝাই বোট! ৮ জনের মৃত্যু, ১০০ জনেরও বেশি নিখোঁজ

Last Updated:

Accident: বোটটি ব্যালেন্স হারিয়ে উল্টে যেতেই তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷  ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং স্থানীয় ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

Accident: উথাল পাতাল নদীতে উল্টে গেল যাত্রী বোঝাই বোট! ৮ জনের মৃত্যু, ১০০ জনেরও বেশি নিখোঁজ
Accident: উথাল পাতাল নদীতে উল্টে গেল যাত্রী বোঝাই বোট! ৮ জনের মৃত্যু, ১০০ জনেরও বেশি নিখোঁজ
লাগোস: নাইজার নদীতে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১০০ জন যাত্রী নিখোঁজ এবং ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উত্তর নাইজেরিয়ার নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার (SEMA) মুখপাত্র ইব্রাহিম আওদু এই তথ্য জানিয়েছেন।
কোগি রাজ্য থেকে নাইজার রাজ্যের একটি খাদ্য বাজারের উদ্দেশ্যে যাত্রা করছিল নৌকাটি। তবে মাঝপথে সেটি ডুবে যায়। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নৌকাটিতে ২০০-র বেশি যাত্রী ছিল৷ ধারণা, এটি এর ধারণ ক্ষমতার থেকে বেশি লোক বহন করছিল। পুলিশের ধারণা, অতিরিক্ত যাত্রীবোঝাই হওয়ার কারণেই আর চাপ সামলাতে পারেনি নৌকাটি৷  সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
advertisement
advertisement
বোটটি ব্যালেন্স হারিয়ে উল্টে যেতেই তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷  ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং স্থানীয় ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হয়নি। অগুনতি মানুষ এখনও নিখোঁজ৷ আদৌ তাদের আর পাওয়া যাবে কি না সেই ব্যাপারেও নিশ্চিত নয় নাইজেরিয়া প্রশাসন৷
advertisement
এমন ঘটনা এই প্রথম হয়েছে তা নয়৷ নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে এমন ঘটনা হামেশাই ঘটে থাকে৷ সেখানে অনেক জায়গাতেই উন্নত সড়ক যোগাযোগের অভাব রয়েছে৷ আর তাই অতিরিক্ত যাত্রীবোঝাই যানবাহন ও নৌযান ব্যবহারের প্রবণতা অতি সাধারণ একটি সমস্যা। এমন ঘটনার পর কি প্রশাসন নড়েচড়ে বসবে? এবার নয় তো আর কবে?
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Accident: উথাল পাতাল নদীতে উল্টে গেল যাত্রী বোঝাই বোট! ৮ জনের মৃত্যু, ১০০ জনেরও বেশি নিখোঁজ
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement