মাদ্রিদ: আরশোলা, মাকড়শা, সাপ, কুমির, ব্যাঙ। আজকাল মানুষ কোনও প্রাণীকেই হত্যা করে খেতে ছাড়ছে না। কিন্তু কথায় বলে, কাক কাকের মাংস খায় না। একইরকমভাবে মানুষও তো আর মানুষের মাংস খেতে পারে না!
তবে সেসব প্রবাদ হয়তো এখন বইয়ের পাতাতেই পাওয়া যায়। বাস্তবে নয়। কারণ এবার মানুষ মানুষের মাংসও খেয়ে দেখল। শুনতে অবাক লাগলেও সত্যি। মানুষের মাংস ঠিক কেমন খেতে, তা জানাল এক নরখাদক।
মানুষের মাংস খেয়ে দেখলেন পলা গোনু নামের একজন। তিনি সম্প্রতি নিজেরৎ শরীরের মাংস খেয়েছেন বলে জানা গিয়েছে। জটিল অপারেশনে পলার হাঁটুর একটি অংশ বাদ চলে যায়। জানা যায়, তিনি সেই অংশটি রান্না করে খেয়ে দেখেছেন।
আরও পড়ুন- দানবের মতো আছড়ে পড়ল সুপার সাইক্লোন মোকা,২০০ কিমি বেগে চলছে তাণ্ডব,ভয়ঙ্কর অবস্থা
স্পেনের এই ২০ বছর বয়সী মহিলা পেশায় ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, মানুষের মাংসের স্বাদ ঠিক কেমন!
এর আগে ২০২১ সালে জানা গিয়েছিল, এক জার্মান আরেক ব্যক্তিকে খুন করে তাঁর মাংস খেয়েছেন। তবে মানুষের মাংস খাওয়ার চল বহুদিন ধরেই চলছে। এর আগে আমেরিকার বাসিন্দা উইলিয়াম বুয়েলার সিব্রুক ১৯২০ সালে আফ্রিকান সম্প্রদায় গুয়েরোরের সঙ্গে দেখা করে জানতে পারেন, তারা মানুষের মাংস খায়।
আরও পড়ুন- ২১০ কিমি বেগে আজ দুপুরে আছড়ে পড়বে মোকা! ল্যান্ডফল কোথায়? প্রবল ক্ষতির আশঙ্কা
সিব্রুক নিজেও কাঁচা মাংস খেয়েছিলেন। ‘জঙ্গল ওয়েজ’ নামক বইয়ে সেসব কথা লিখেছিলেন তিনি। তিনি লিখেছিলেন, মানুষের কাঁচা মাংস দেখতে এবং গন্ধে অনেকটা গরুর মাংসের মতো।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Meat