Ashraf Ghani in UAE: আমিরশাহীতে গনি, মানবিকতার তাগিদেই আফগান প্রেসিডেন্টকে আশ্রয়, জানাল UAE সরকার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Ashraf Ghani in UAE: বুধবার সন্ধ্যায় আমিরশাহীর বিদেশ মন্ত্রক গনিকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করে।
কাবুল: আফগানিস্তান দখল করেছে তালিবানরা ৷ প্রেসিডেন্ট আশরাফ গনি (Ashraf Ghani) দেশ ছেড়ে পালিয়েছেন তালিবানরা রাজধানীতে ঢুকতেই ৷ প্রথমে তাজিকিস্তানে তিনি গিয়েছেন বলে জানা গেলেও সেখানে শেষপর্যন্ত ঢোকার অনুমতি পাননি তিনি ৷ এরপর শোনা যায় গনি রয়েছেন ওমানে ৷ তবে বুধবার শেষপর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সরকারের তরফে জানানো হয়, আশরাফ গনি রয়েছেন তাদের দেশে ৷ মানবিকতার তাগিদেই গনিকে আশ্রয় দেওয়া হয়েছে ৷
#AbuDhabi confirms that #Afghan president #Ashraf_Ghani and his family are in #UAE https://t.co/pb7WTGLupD
— Sirwan Kajjo (@SirwanKajjo) August 18, 2021
advertisement
বুধবার সন্ধ্যায় আমিরশাহীর বিদেশ মন্ত্রক গনিকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করে। লিখিত বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরশাহীর পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ মানবিকতার তাগিদে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তাঁর পরিবারকে আশ্রয় দিয়েছে।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2021 8:50 PM IST