#নয়াদিল্লি: ভাইরাল ভিডিও নানারকম এতদিন যাবত দেখেছেন তা নিয়ে সন্দেহ নেই৷ কিন্তু এবার মায়নামারের যে ভিডিও ভাইরাল (viral video)হয়েছে তা একেবারে অভিনব ও শিহরণ জাগানো৷ এই ভিডিওটি মায়নামারের সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের৷
ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা তাঁর এক্সাসারইজের পোশাক পরে মিউজিকের সঙ্গে নিজের অ্যারোবিক্স ডান্স করছেন ৷ তিনি টের পাওয়ার আগেই পিছন দিকে পুরো সামরিক সেনারা নিজেদের যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক নিয়ে একেবারে এলাকায় মোতায়েন হয়ে গেল৷ মহিলার ব্যায়ামের পিছনে হয়ে গেল রাষ্ট্রের পট পরিবর্তন৷
A woman did her regular aerobics class out in open without realizing that a coup was taking place in #Myanmar. A Military convoy reaching the parliament can be seen behind the woman as she performs aerobics. Incredible! pic.twitter.com/gRnQkMshDe
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) February 1, 2021
মায়নামারে হঠাৎ করেই সামরিক অভ্যুত্থান ঘটিয়েছে৷ মায়নামারের মহিলা যাঁর ভিডিও এখন পৃথিবী জুড়ে ভাইরাল হয়েছে তাঁর নাম খিঙ্গ হিনিন ওয়াই৷ তিনি ফেসবুকে ভিডিওটি আপলোড করেন৷ সেখানে দেখা যাচ্ছে তাঁর রুটিন অ্যারোবিক্সের সময় মিলিটারি কনভয় পুরো জায়গায় ছেয়ে গেল৷ এটা সেই দিনের ছবি যেদিন রাষ্ট্রের শাসনভার নিজেদের হাতে নিয়ে নেয় সেনা৷
ভিডিওটি প্রায় তিন মিনিটের ৷ তিনি একজন পিটি টিচার৷ একটি রোডব্লকের সামনে নিজের নিয়মিত শারীরিক কসরত করছিলেন তিনি৷ তিনি অবশ্য পুরো সেনা মোতায়েনও ভয় না পেয়েই নিজের এক্সাসারসাইজ চালিয়ে যান৷
প্রচুর নেটিজেন অবশ্য এই ভিডিও-র সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে৷ এর উত্তরে ভদ্রমহিলা জানিয়েছেন এটা রুটিন মেনেই তাঁর শারীরিক কসরতের ভিডিও রেকর্ডিং করার ব্যবস্থা করেছিলেন৷ তখন তিনি জানতেন না তাঁর পিছনে ঠিক কী ঘটতে চলেছে৷ এর প্রমাণেও তিনি একটি ভিডিও আপলোড করেন৷
সোমবার দিন মায়নামারের সামরিক বাহিনী এমার্জেন্সি ঘোষণা করে৷ গত এক বছর ধরে দেশের বর্তমান শাসনভার যাঁরা পরিচালনা করছে তাদের সরিয়ে এই কাজ করে মায়নামারের পুরনো রাজধানী ও বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গনের রাস্তায় নেমেছে সামরিক বাহিনী৷ মায়নামারের নেত্রী আং সু কি, প্রেসিডেন্ট ও অন্যান্য সর্বোচ্চ রাজনৈতিক নেতাদের সরিয়ে ফেলা হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Myanmar, Myanmar Army