Viral Video: হাতে চটি নিয়ে কুমীর তাড়ালেন ! মহিলার কাণ্ড দেখে অবাক প্রত্যেকেই, তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Woman Scares Off Crocodile With Her Slippers: সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলাকে পায়ের চটি খুলে কুমীর তাড়াতে ! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি ৷

Photo: Twitter
Photo: Twitter
মেলবোর্ন: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কত কিছুই না দেখা যায় ৷ কোনও কিছু একটু অন্যরকম হলে সেটা ভাইরাল হতে বেশি সময় লাগে না ৷ নেটিজেনরা অদ্ভূত ভিডিও দেখতেই বেশি ভালোবাসেন ৷ তাই খারাপ হোক বা ভালো, বিভিন্ন ভিডিও নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোমতোই হয় ৷
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলাকে পায়ের চটি খুলে কুমীর তাড়াতে ! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি ৷ এমন ঘটনার ভিডিও দেখে সবাই তাজ্জব হয়ে গিয়েছেন ৷ অনেক আবার মজার মজার কমেন্টেও ভরিয়ে দিয়েছেন ট্যুইটারের পোস্টে ৷
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে জলাশয়ের পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা যখন দেখতে পান সামনে জলের মধ্যে তার দিকে এগিয়ে আসছে একটা কুমীর ৷ তখন তিনি বিন্দুমাত্র ভয় না পেয়ে পায়ের চটি খুলে হাতে নেন ৷ তারপর ঠিক কুকুর-বেড়াল তাড়ানোর কায়দাতেই চটি খুলে হাত নাড়াতে থাকেন ৷ ওমা ! কুমীর ছানা তাতেই যেন ভয় পেয়ে পালাল ৷ ডাঙায় আসা তো দূরের কথা ৷ একেবারে ইউ-টার্ন !
advertisement
advertisement
এই ভিডিও দেখে নেটিজেনরা নানা মজার মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন ৷ একজন লিখেছেন, ‘মহিলারা পায়ের চটি খুলে হাতে নিলে, সবাই জানে এরপর কী ঘটতে পারে...৷’’
ভিডিওটি ১.৮ মিলিয়ন বারেরও বেশি দেখা হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ হাজার হাজার লাইকস, কমেন্টে ভরে গিয়েছে এই ভিডিও ৷
‘দ্য গার্ডিয়ান’-এর খবর অনুযায়ী এই ভিডিওটি শুট করা হয়েছে অস্ট্রেলিয়ার কাকাড়ু ন্যাশনাল পার্কে ৷ ভিডিওটি আদতে ২০১৬ সালের ৷ তবে ফের নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: হাতে চটি নিয়ে কুমীর তাড়ালেন ! মহিলার কাণ্ড দেখে অবাক প্রত্যেকেই, তুমুল ভাইরাল ভিডিও
Next Article
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE