মেলবোর্ন: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কত কিছুই না দেখা যায় ৷ কোনও কিছু একটু অন্যরকম হলে সেটা ভাইরাল হতে বেশি সময় লাগে না ৷ নেটিজেনরা অদ্ভূত ভিডিও দেখতেই বেশি ভালোবাসেন ৷ তাই খারাপ হোক বা ভালো, বিভিন্ন ভিডিও নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোমতোই হয় ৷
আরও পড়ুন- ৫৮০ বছরে ঘটে একবার; ১৯ নভেম্বর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সময় কী সতর্কতা মেনে চলবেন?
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলাকে পায়ের চটি খুলে কুমীর তাড়াতে ! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি ৷ এমন ঘটনার ভিডিও দেখে সবাই তাজ্জব হয়ে গিয়েছেন ৷ অনেক আবার মজার মজার কমেন্টেও ভরিয়ে দিয়েছেন ট্যুইটারের পোস্টে ৷
Everyone knows what it means when mom takes the shoe off. 😏😂🐊🥿 pic.twitter.com/CXD94m6PVz
— Fred Schultz (@fred035schultz) November 9, 2021
ভিডিওতে দেখা গিয়েছে জলাশয়ের পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা যখন দেখতে পান সামনে জলের মধ্যে তার দিকে এগিয়ে আসছে একটা কুমীর ৷ তখন তিনি বিন্দুমাত্র ভয় না পেয়ে পায়ের চটি খুলে হাতে নেন ৷ তারপর ঠিক কুকুর-বেড়াল তাড়ানোর কায়দাতেই চটি খুলে হাত নাড়াতে থাকেন ৷ ওমা ! কুমীর ছানা তাতেই যেন ভয় পেয়ে পালাল ৷ ডাঙায় আসা তো দূরের কথা ৷ একেবারে ইউ-টার্ন !
Best part for me, she lifts her foot up and takes the shoe off like it’s been her job every day for the last 20 years. Husband home late✅, kids acting up✅, gator trying to get dog ✅
— Grady (@fgarritt1) November 10, 2021
এই ভিডিও দেখে নেটিজেনরা নানা মজার মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন ৷ একজন লিখেছেন, ‘মহিলারা পায়ের চটি খুলে হাতে নিলে, সবাই জানে এরপর কী ঘটতে পারে...৷’’
ভিডিওটি ১.৮ মিলিয়ন বারেরও বেশি দেখা হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ হাজার হাজার লাইকস, কমেন্টে ভরে গিয়েছে এই ভিডিও ৷
‘দ্য গার্ডিয়ান’-এর খবর অনুযায়ী এই ভিডিওটি শুট করা হয়েছে অস্ট্রেলিয়ার কাকাড়ু ন্যাশনাল পার্কে ৷ ভিডিওটি আদতে ২০১৬ সালের ৷ তবে ফের নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video