আঙ্কারা, তুরস্ক: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ঝড়ের ভিডিও। ভয়ানক ঘটনা চাক্ষুষ করলেন মানুষ। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকেই এই ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, একটি সোফা উড়ে চলে যাচ্ছে আকাশ দিয়ে। হই হই পড়ে গিয়েছে নেটপাড়ায়। অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছে সে দেশে, এমনই দাবি দেশবাসীর ও নেটবাসীর।
ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরা তাক করা রয়েছে আঙ্কারার আকাশে। হঠাৎ দেখা গেল দূর আকাশে কিছু একটা ভেসে যাচ্ছে। কাছে আসতে বোঝা গেল, একটি সোফা! আকাশে ভাসছে সোফা। উড়ে উড়ে ক্যামেরার লেন্স থেকে বেরিয়ে আরও দূরে চলে গেল সেটি।
#Ankara Feci fırtına var! Havada koltuklar uçuyor !?😵💫 pic.twitter.com/e4tmYB5QAo
— Onur Kalmaz (@OnrKlmz) May 17, 2023
ক্যামেরার নেপথ্যে সে দেশের ভাষায় অবাকধ্বনি পাওয়া গেল। তাঁরা বিশ্বাস করতে পারছেন না চোখের সামনে যা ঘটছে। ট্যুইটারে সেই ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, ‘মেটারোলজিক্যাল ওয়ার্নিং’। এ ছাড়াও বহু নেটিজেন ভিডিও শেয়ার করে অত্যাশ্চর্য ঘটনার দিকে মানুষের নজর কাড়ছেন।
সংবাদসংস্থার খবর, ওই ঝড়ে অন্তত একজন তো আহত হয়েছেন বটেই। গাছ উপরে পড়েছে, বাড়ির ছাদ উড়েছে ঝড়ের দাপটে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।