British Airways Viral Video: ল্যান্ড করার সময় বিপত্তি ! অল্পের জন্য রক্ষা পেল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video of British Airways Crash Landing: হিথরো বিমানবন্দরে অবতরণের সময় ঝোড়ো হাওয়ার দাপটে বিমানটি প্রায় একদিকে হেলেই গিয়েছিল ৷ আর একটু হলেই বিমানটি ক্র্যাশ হতে পারত ৷

ফাটল সাদা রঙে সহজেই দেখা যায়
আরও একটি কারণ হল, বিমানের সাদা রঙের কারণে যেকোনও ধরনের ফাটল সহজেই দেখা যায়। প্লেনের রং সাদার বদলে অন্য কোনও রঙের হলে ফাটলগুলি চোখে পড়বে না। এমন পরিস্থিতিতে সাদা রঙ বিমানের রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনে সহায়ক বলেও মনে করা হয়।
ফাটল সাদা রঙে সহজেই দেখা যায় আরও একটি কারণ হল, বিমানের সাদা রঙের কারণে যেকোনও ধরনের ফাটল সহজেই দেখা যায়। প্লেনের রং সাদার বদলে অন্য কোনও রঙের হলে ফাটলগুলি চোখে পড়বে না। এমন পরিস্থিতিতে সাদা রঙ বিমানের রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনে সহায়ক বলেও মনে করা হয়।
লন্ডন: লন্ডন বিমানবন্দরে বিমানের ওঠানামার ভিডিও শ্যুট করা হচ্ছিল ৷ কে জানত কিছুক্ষণের মধ্যেই এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা যাবে ৷ গায়ে কাঁটা দেওয়ার মতো দৃশ্যই দেখা গেল লন্ডনের হিথরো বিমানবন্দরে ৷ ল্যান্ড করার সময় অল্পের জন্য রক্ষা পেল ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান (British Airways Viral Video) ৷
হিথরো বিমানবন্দরে অবতরণের সময় ঝোড়ো হাওয়ার দাপটে বিমানটি প্রায় একদিকে হেলেই গিয়েছিল ৷ আর একটু হলেই বিমানটি ক্র্যাশ হতে পারত ৷ ল্যান্ড করার সময় বিমানের পিছনের অংশ প্রায় মাটি স্পর্শই করে ফেলেছিল ৷ কিন্তু তা সত্ত্বেও বিমানের পাইলট কোনওভাবে বিমানটি ল্যান্ড না করে ফের উড়িয়ে নিয়ে যেতে সফল ৷ আর কয়েক সেকেন্ড এদিক-ওদিক হলেই বিমানটি উল্টে যেত ৷ এই ঘটনার ভিডিও এখন ভাইরাল (Viral Video of British Airways Crash Landing) ৷
advertisement
advertisement
বিপদ বুঝে অবতরণের সময়েই পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি ফের মাঝ আকাশে উড়িয়ে নিয়ে যান।
advertisement
সোমবার স্কটল্যান্ডের আবেরদিন (Aberdeen) থেকে লন্ডনে (London Heathrow Airport) আসছিল ব্রিটিশ এয়ারওয়েজের একটি A321 যাত্রীবাহী বিমান। রানওয়েতে ল্যান্ড করার ঠিক আগেই তীব্র বেগে উল্টো দিক থেকে হাওয়া ধেয়ে আসে। ফলে, চাকা রানওয়ে স্পর্শ করার আগেই বিমানটি প্রচণ্ডভাবে দুলে ওঠে। আচমকা বিমানের পিছনের অংশ এবং একটি ডানা মাটি ছুঁয়ে ফেলে। বিমানটি প্রায় উল্টে যাওয়ার মতোই পরিস্থিতি তৈরি হয়। ব্রিটেনের ওপর দিয়ে বইছে ‘কোরি’ (Corrie) নামে এক সর্বনাশা ঝড়, যার গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার।
advertisement
তবে ওই অবস্থায় বিমানটি আর ল্যান্ড করাননি পাইলট ৷ পুনরায় উড়িয়ে নিয়ে যান ৷ তবে সব কিছুই ঘটে যায় অল্প কয়েক সেকেন্ডের ব্যবধানেই ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
British Airways Viral Video: ল্যান্ড করার সময় বিপত্তি ! অল্পের জন্য রক্ষা পেল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement