Jio Recharge Plan: জিও-র দুর্দান্ত কিছু রিচার্জ প্ল্যান, কম টাকায় মিলবে বেশি ডেটা ও অন্যান্য অনেক সুবিধা

Last Updated:

Best Jio Recharge Plans: এমন দুটি জিও-র প্ল্যানের বিষয়ে জেনে নিন, যেখানে থাকছে প্রচুর সুবিধা ৷ আর তাও কম দামে (Jio Recharge Plan) ৷

Representative Image
Representative Image
কলকাতা: জিও মানেই অফারের ছড়াছড়ি ৷ প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম প্রায় সব টেলিকম সংস্থা বাড়িয়ে দিলেও জিও-র এখনও এমন বেশ কিছু রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে গ্রাহকদের লাভই লাভ ৷ এমন দুটি জিও-র প্ল্যানের সম্পর্কে জেনে নিন, যেখানে থাকছে প্রচুর সুবিধা ৷ আর তাও কম দামে (Jio Recharge Plan) ৷
রিলায়েন্স জিও-র (Reliance Jio) ২৩৯ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের ৷ এখানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন আপনি ৷ অর্থাৎ সবমিলিয়ে ৪২ জিবি ডেটা পাওয়া যাবে ৷ সঙ্গে থাকছে প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস করার সুবিধাও ৷ দৈনিক ১.৫ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ১০ টাকায় টপ আপ রিচার্জ করতে পারেন ৷ অর্থাৎ অনেক কম খরচেই বেশ কিছু সুবিধা থাকছে এই প্ল্যানে ৷
advertisement
advertisement
এর পাশাপাশি সব নেটওয়ার্কে ফ্রি কলিংয়ের সুবিধাও পাবেন আপনি ৷ JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন তো রয়েছেই ৷
রিলায়েন্সের এই প্ল্যানে পাওয়া যায় ২৫জিবির ডেটা
advertisement
রিলায়েন্স জিও-র ২৯৮ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিনের ৷ এর মধ্যে জিও-র গ্রাহকরা সবমিলিয়ে ২৫জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ৷ এখানে দৈনিক কোনও লিমিটেশন নেই ৷ অর্থাৎ আপনি চাইলে এক দিনেও ২৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন ৷ আপনার যেমন ভাবে প্রয়োজন, সেভাবেই ৩০ দিনের জন্য এই ২৫ জিবি ডেটা ব্যবহার করার সুবিধা পাবেন এই রিচার্জ প্ল্যানে ৷ এর পাশাপাশি প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস ৷ দেশের মধ্যে সব নেটওয়ার্কে ফ্রি কলিংয়ের সুবিধা এবং JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud অ্যাপ তো রয়েছেই ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jio Recharge Plan: জিও-র দুর্দান্ত কিছু রিচার্জ প্ল্যান, কম টাকায় মিলবে বেশি ডেটা ও অন্যান্য অনেক সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement