Viral Video of Antarctica: ঘরের দরজায় তীব্র তুষারঝড়! অ্যান্টার্কটিকার এই ভাইরাল ভিডিও আপনার হাড় কাঁপিয়ে দেবে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Viral Video of Antarctica: Instagram-এ এই পোস্ট করেছেন টমাস কারজাবা। তাঁর Instagram বায়ো বলেছে, তিনি হলেন ৪৭তম পোলিশ অ্যান্টার্কটিক অভিযানের প্রধান।
গরমে কাজে যেতে কারই বা ভাল লাগে! রাস্তায় বেরোলেই তাড়া করছে গরম হাওয়া। রান্নাবান্না করাও এক ঝকমারি এই গরমে। এমনই সময় দেখা গিয়েছে একটি ভিডিও। ঠিক কেমন ভাবে দিন কাটান অ্যান্টার্কটিকায় থাকা মানুষজন!
অ্যান্টার্কটিকার একটি ‘সাধারণ কর্মদিবস’-এর খুঁটিনাটি দেখা যাচ্ছে ওই ভিডিও-তে। Instagram-এ এই পোস্ট করেছেন টমাস কারজাবা। তাঁর Instagram বায়ো বলেছে, তিনি হলেন ৪৭তম পোলিশ অ্যান্টার্কটিক অভিযানের প্রধান। কারজাবার শেয়ার করা ভিডিও-টি দেখলে ভারতে বসে ৪০ ডিগ্রি গরমেও শৈত্য অনুভব করা যেতে পারে। ভিডিও-তে দেখা যায়, এক ব্যক্তি ঘরের দরজা বন্ধ করার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু পারছেন না।
advertisement
যে ব্যক্তি দরজা বন্ধ করার চেষ্টা করছেন তাঁকে দেখা যাচ্ছে জ্যাকেট, গ্লাভস, শীতের বুট এবং বড় চশমা পরা অবস্থায়। দরজাটি ঘরের বাইরে দিকে খোলে। সেদিকেই খুলে রয়েছে। ওই ব্যক্তি সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও তা টেনে এনে বন্ধ করতে পারছেন না। এদিকে বাইরে প্রচণ্ড জোরে শীতল হাওয়া বইছে।
advertisement
advertisement
ভিডিও-টির ক্যাপশন থেকে বোঝা যায় এটি কিং জর্জ দ্বীপপুঞ্জে শ্যুট করা হয়েছে। Instagram-এ একজন মন্তব্য করেছেন, ‘জানতে চাইছি, দরজাটা কেন ঘরের ভিতর দিকে খোলার ব্যবস্থা রাখা হয়নি? যে পরিমাণ তুষারপাত হচ্ছে তাতে এই দরজা একবার বন্ধ করলে ঘরের ভিতরের সকলেই আটকে পড়বেন, তবু কেন দরজা বাইরের দিকে খোলে?” অন্য একজন লিখেছেন, ‘আমি তো ভেবেছিলাম এটা চলন্ত ট্রেন।’
advertisement
এদিকে, দিন কয়েক আগেই অ্যান্টার্কটিকার পশ্চিম প্রান্তে বিশাল পেঙ্গুইনদের বাসস্থান খুঁজে পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন গবেষকরা। আসলে উপগ্রহ চিত্রে তাঁরা যে বাদামি দাগের সন্ধান পেয়েছেন তাকে পেঙ্গুইনের বিষ্ঠা হিসেবে চিহ্নিত করা গিয়েছে। এত বেশি পরিমাণ বিষ্ঠা ওই এলাকায় থাকা থেকে বোঝাই যায় অন্তত ৫০০ পাখি সেখানে রয়েছে বা ছিল।
advertisement
বিজ্ঞানীরা ‘স্যাটেলাইট ম্যাপিং’ প্রযুক্তি ব্যবহার করে ওই পক্ষীনিবাস আবিষ্কার করেছেন। ইউরোপীয় কমিশনের কোপার্নিকাস সেন্টিনেল-২ স্যাটেলাইট মিশনের ছবি বিশ্লেষণ করেই এই সন্ধান পাওয়া গিয়েছে। ম্যাক্সার ওয়ার্ল্ডভিউ-৩ স্যাটেলাইটের হাই-রেজোলিউশন ছবিগুলির সঙ্গে তা যাচাই করেও দেখে নেওয়া হয়েছে বলে দাবি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 8:19 PM IST










