Viral Video: ‘গুলি মেরো না প্লিজ’ লাইভ টিভি শো চলাকালীন স্টুডিওতে বন্দুকবাজের হামলা, চরম আতঙ্ক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: মুখ ঢাকা মুখোশে! লাইভ টিভি শো চলাকালীন স্টুডিওতে ঢুকে যুদ্ধ ঘোষণা, পরিস্থিত চরম
কুইতো: ইকুয়েডর থেকে যে ভিডিও এখন ইন্টারনেট দুনিয়া কাঁপছে ৷ এরকম ভিডিও কখনও দেখা যাবে কেউ কখনও ভাবেনি৷ লাইভ টিভি স্টুডিওতে ঢুকে পড়ল একদল বন্দুকবাজ৷ মুখ ঢাকা মুখোশে৷ তারা সেখান থেকে সরাসরি যুদ্ধ ঘোষণা করল৷ তারা সেই স্টুডিতে উপস্থিত সকলকে এবং নিরাপত্তারক্ষীদের মেরে দেওয়ার হুমকি দেয়৷
সংবাদ সংস্থা এপি -র রিপোর্ট অনুসারে গুয়াক্কিল শহরে টিসি টেলিভিশন নেটওয়ার্কের সেটে মুখ মুখোশে ঢেকে কিছু মানুষ ঢুকে আসেন। তারা সেখান থেকে ঘোষণা করে তাদের কাছে বোমা আছে। লাইভ টিভিতে ভেসে আসে গুলি চলার আওয়াজ।
এই সময়ে বন্দুকধারীরা সংবাদমাধ্যমের কর্মীদের মাটিতে শুয়ে পড়তে বাধ্য করে। এক বন্দুকধারী এক কর্মচারীর মাথায় বন্দুক ধরে , তাঁকে হুমকি দেন। একজন মহিলাকে চিৎকার করতে শোনা যায়, ‘গুলি মেরো না, প্লিজ আমাদের গুলি মেরো না।’’
advertisement
advertisement
Que pena todo lo que esta pasando con los hermanos del canal tc televisión, Dios los cuide pic.twitter.com/behRNVacSz
— Emergencias Ec (@EmergenciasEc) January 9, 2024
ইকুয়েডরের রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোআ মঙ্গলবার দেশে শক্তিশালী অপরাধী গ্যাংদের বিরুদ্ধে সেনা অভিযানের আদেশ দেন৷ আর তারপরেই এরকম ঘটনা সামনে আসেন৷
advertisement
দেশে সবচেয়ে শক্তিশালী গ্যাংলিডারের অন্যতম এডোল্ফো মৈসিয়াস বিলমর জেল থেকে পালানোর পর দেশে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়৷ ফিটোর নাম কুখ্যাত এবং শক্তিশালী গ্যাং লিডর দেশের সবচেয়ে শক্তিশালী জেল থেকে পালিয়ে যান৷ তবে টিভি স্টুডিওতে যারা হামলা চালিয়েছে তাদের গ্যাংস্টারের দলের সঙ্গে যোগ রয়েছে কিনা তার দিশা নেই এখনও ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2024 9:02 AM IST