U 19 World Cup 2024: ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের সামনে ‘সিক্সার’-এর হাতছানি, কখন, কোথায় দেখবেন রইল সব তথ্য

Last Updated:

U 19 World Cup 2024: ভারতের তরুণ -তুর্কি ব্রিগেড সামনে প্রথম  প্রতিপক্ষ বাংলাদেশ

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভারতীয় দল- Photo Courtesy X Account
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভারতীয় দল- Photo Courtesy X Account
কলকাতা: ICC U 19 World Cup 2024 -র আসর এবার দক্ষিণ আফ্রিকায় বসেছে৷ রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন ভারতীয় দল এবার সিক্সারের লক্ষ্যে নামবে৷ ছোটদের বড় হওয়ার এই টুর্নামেন্ট ১৯ জানুয়ারি থেকে শুরু হবে৷
ফাইনাল ১১ ফেব্রুয়ারি খেলা হবে৷ টুর্নামেন্টের খেলা ৫ টি আলাদা আলাদা ভ্যেনুতে হবে৷ ভারতীয় দল নিজের অভিযান শুরু করবে ২০ জানুয়ারি৷ তাঁদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ৷ খেলা হবে ব্লোএমফোন্টনে এই ম্যাচ৷ এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১৬ দল অংশ নেবে৷ সব কটি দলকে ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে৷
গ্রুপ এ তে ভারতের সঙ্গে বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং ইউএসএ রয়েছে৷ গ্রুপ বিতে ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্টইন্ডিজ রয়েছে৷ অস্ট্রেলিয়ার সঙ্গে নামিবিয়া , শ্রীলঙ্কা, জিম্বাবোয়ের সঙ্গে এক গ্রুপে রয়েছে৷ পাকিস্তানের গ্রুপে সঙ্গীরা হয়েছে আফগানিস্তান, নেপাল, নিউজিল্যান্ড- এটা গ্রুপ ডি৷
advertisement
advertisement
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ এ খেলা হবে ৫০ ওভারের৷ এই পর্বে মোট ৪১ টি ম্যাচ খেলা হবে৷ প্রাথমিক পর্বের পর সুপার সিক্স স্টেজ হবে৷ সুপার সিক্সে ৬ টি দল ২ টি গ্রুপে ভাগ হয়ে রয়েছে৷  সুপার সিক্স পর্বের খেলা ৩০ জানুয়ারি থেকে শুরু হবে৷
advertisement
এর আগে দক্ষিণ আফ্রিকায় ১৯৯৮ ও ২০০০ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের আয়োজন হয়েছিল৷ সবকটি দলই ২ টি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলছে৷ ভারতের দুটি ওয়ার্ম আপ ম্যাচ ১৩-১৭ জানুয়ারির মধ্যে খেলা হবে৷
ভারতের অনুর্ধ্ব ১৯  ক্রিকেট বিশ্বকাপের শিডিউল
ভারতের তরুণ -তুর্কি ব্রিগেড সামনে প্রথম  প্রতিপক্ষ বাংলাদেশ৷ এটা ২০ জানুয়ারি খেলা হবে৷ নিজের দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি খেলবে উদয় শরণের মেন ইন ব্লু৷ তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড৷ ভারতের তৃতীয় প্রতিপক্ষ ইউএসএ৷ এই ম্যাচ ২৮ জানুয়ারি হবে৷ ভারতীয় দল নিজের সবকটি ম্যাচই ব্লোএমফোটনে হবে৷
advertisement
যুবরাজ থেকে শুভমান সকলেই পেয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট
সাল ২০০০ এ ভারতের যুবরাজ সিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন৷ ২০০৪ সালে শিখর ধাওয়ান, ২০০৬ সালে চেতেশ্বর পূজারা এই একই পুরস্কার পেয়েছিলেন৷ ২০১৮ সালে শুভমান গিল এবং ২০২০ সালে যশস্বী জয়সওয়াল  প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার পেয়েছিলেন৷
কোথায় দেখা যাবে এই টুর্নামেন্ট 
advertisement
আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ম্যাচগুলি লাইভ স্ট্রিমিং ডিজনি + হটস্টারে দেখা যাবে৷
টিভি চ্যানেলে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার দেখতে পাবেন দর্শকরা৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
U 19 World Cup 2024: ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের সামনে ‘সিক্সার’-এর হাতছানি, কখন, কোথায় দেখবেন রইল সব তথ্য
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement