U 19 World Cup 2024: ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের সামনে ‘সিক্সার’-এর হাতছানি, কখন, কোথায় দেখবেন রইল সব তথ্য

Last Updated:

U 19 World Cup 2024: ভারতের তরুণ -তুর্কি ব্রিগেড সামনে প্রথম  প্রতিপক্ষ বাংলাদেশ

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভারতীয় দল- Photo Courtesy X Account
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভারতীয় দল- Photo Courtesy X Account
কলকাতা: ICC U 19 World Cup 2024 -র আসর এবার দক্ষিণ আফ্রিকায় বসেছে৷ রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন ভারতীয় দল এবার সিক্সারের লক্ষ্যে নামবে৷ ছোটদের বড় হওয়ার এই টুর্নামেন্ট ১৯ জানুয়ারি থেকে শুরু হবে৷
ফাইনাল ১১ ফেব্রুয়ারি খেলা হবে৷ টুর্নামেন্টের খেলা ৫ টি আলাদা আলাদা ভ্যেনুতে হবে৷ ভারতীয় দল নিজের অভিযান শুরু করবে ২০ জানুয়ারি৷ তাঁদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ৷ খেলা হবে ব্লোএমফোন্টনে এই ম্যাচ৷ এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১৬ দল অংশ নেবে৷ সব কটি দলকে ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে৷
গ্রুপ এ তে ভারতের সঙ্গে বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং ইউএসএ রয়েছে৷ গ্রুপ বিতে ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্টইন্ডিজ রয়েছে৷ অস্ট্রেলিয়ার সঙ্গে নামিবিয়া , শ্রীলঙ্কা, জিম্বাবোয়ের সঙ্গে এক গ্রুপে রয়েছে৷ পাকিস্তানের গ্রুপে সঙ্গীরা হয়েছে আফগানিস্তান, নেপাল, নিউজিল্যান্ড- এটা গ্রুপ ডি৷
advertisement
advertisement
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ এ খেলা হবে ৫০ ওভারের৷ এই পর্বে মোট ৪১ টি ম্যাচ খেলা হবে৷ প্রাথমিক পর্বের পর সুপার সিক্স স্টেজ হবে৷ সুপার সিক্সে ৬ টি দল ২ টি গ্রুপে ভাগ হয়ে রয়েছে৷  সুপার সিক্স পর্বের খেলা ৩০ জানুয়ারি থেকে শুরু হবে৷
advertisement
এর আগে দক্ষিণ আফ্রিকায় ১৯৯৮ ও ২০০০ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের আয়োজন হয়েছিল৷ সবকটি দলই ২ টি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলছে৷ ভারতের দুটি ওয়ার্ম আপ ম্যাচ ১৩-১৭ জানুয়ারির মধ্যে খেলা হবে৷
ভারতের অনুর্ধ্ব ১৯  ক্রিকেট বিশ্বকাপের শিডিউল
ভারতের তরুণ -তুর্কি ব্রিগেড সামনে প্রথম  প্রতিপক্ষ বাংলাদেশ৷ এটা ২০ জানুয়ারি খেলা হবে৷ নিজের দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি খেলবে উদয় শরণের মেন ইন ব্লু৷ তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড৷ ভারতের তৃতীয় প্রতিপক্ষ ইউএসএ৷ এই ম্যাচ ২৮ জানুয়ারি হবে৷ ভারতীয় দল নিজের সবকটি ম্যাচই ব্লোএমফোটনে হবে৷
advertisement
যুবরাজ থেকে শুভমান সকলেই পেয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট
সাল ২০০০ এ ভারতের যুবরাজ সিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন৷ ২০০৪ সালে শিখর ধাওয়ান, ২০০৬ সালে চেতেশ্বর পূজারা এই একই পুরস্কার পেয়েছিলেন৷ ২০১৮ সালে শুভমান গিল এবং ২০২০ সালে যশস্বী জয়সওয়াল  প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার পেয়েছিলেন৷
কোথায় দেখা যাবে এই টুর্নামেন্ট 
advertisement
আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ম্যাচগুলি লাইভ স্ট্রিমিং ডিজনি + হটস্টারে দেখা যাবে৷
টিভি চ্যানেলে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার দেখতে পাবেন দর্শকরা৷
বাংলা খবর/ খবর/খেলা/
U 19 World Cup 2024: ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের সামনে ‘সিক্সার’-এর হাতছানি, কখন, কোথায় দেখবেন রইল সব তথ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement