Astro Tips 2024: নিজের হাতে সংসারের সর্বনাশ বয়ে আনেন, ‘এই’ দিনে জুতো কিনলে দুর্ভাগ্য আর পিছু ছাড়বে না
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Astro Tips 2024: সঠিক দিনে জুতো না কিনলে শনি মহারাজের কোপ দৃষ্টি আপনার ওপর...
এই দিনে ভুলেও কিনবেন না জুতো ও চপ্পল : বৈদিক জ্যোতিষীর মতে, বাস্তুশাস্ত্রে এমন অনেক জিনিস রয়েছে যা কেনা নিষিদ্ধ। তার মধ্যে একটি জুতো বা চপ্পল, যাকে আগে পাদুকা বলে বলা হত। প্রত্যেকেই তাদের নিজেদের প্রয়োজন ও পছন্দ মতো সময়-সুযোগে জুতো এবং চপ্পল কেনেন৷ তবে শাস্ত্র অনুসারে, অমাবস্যা, মঙ্গলবার, শনিবার বা গ্রহণের দিনে কখনই জুতো কেনা উচিত নয়। এই দিনগুলিতে জুতো কিনলে নিজেরাই সঙ্গে করে দুর্ভাগ্যও নিয়ে আসে। (Image- Canva)
advertisement
কেন এই দিনগুলিতে জুতো এবং চপ্পল কেনা যাবে না: জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি দেবকে পায়ের সঙ্গে সম্পর্কিত মনে করা হয়, তাই শনিবার জুতো এবং চপ্পল কেনা উচিত নয় বলে বলা হয়। শনিবার জুতো এবং চপ্পল কেনা একজনের ওপর শনি দোষ নেমে আসে। এটি শনিদেবকে ক্রুদ্ধ করে এবং এটাই ঘরে দুঃখ ও দারিদ্র্য বয়ে নিয়ে আসে। (Image- Canva)
advertisement
advertisement
advertisement