Viral Video: গ্লাসটি নিজে নিজেই হঠাৎ পড়ে গেল ! লাউঞ্জ বারের ভৌতিক ঘটনার ভিডিও সুপার ভাইরাল

Last Updated:

Viral video of Ghost pushing the glass in a bar: গ্লাসটি যেভাবে উল্টে পড়েছে, তাতে মনে হচ্ছে কেউ সেটিকে ইচ্ছে করে ঠেলে ফেলে দিয়েছে ৷

Viral Video of Ghost
Viral Video of Ghost
নয়াদিল্লি: ভূতে বিশ্বাস অনেকেই করেন ৷ আবার অনেকে করেন না ৷ অনেকসময়েই আমাদের সঙ্গে এমন অনেক কিছু ঘটে, যা শুনলে অবাস্তব বলে মনে হলেও তা বাস্তবেই ঘটে ৷ সেটা অবশ্য কী কারণে, তা সবারই অজানা ৷ কারণ যে কোনও অলৌকিক বা ভৌতিক বিষয় নিজের না অভিজ্ঞতা হলে বাকিরা কেউই বিশ্বাস করতে চান না ৷ তবে এখন অবশ্য সিসিটিভি ক্যামেরার দুনিয়া ৷ রাস্তাঘাটে হোক কিংবা শপিং মল, অফিস, রেস্তোরাঁ- সব জায়গাতেই রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা ৷ তাই দুষ্কৃতী থেকে শুরু করে ‘ভূত’ কেউই পার পাচ্ছেন না (Viral video of ‘ghost’ pushing glass in UK bar) ! সবই ক্যাপচার হচ্ছে ক্যামেরায় ৷
ব্রিটেনের সান্ডারল্যান্ডে সম্প্রতি একটি বারে একটি অলৌকিক ঘটনারই সাক্ষী থাকলেন প্রত্যেকে ৷ বারের মালকিন ডারলা কেট অ্যান্ডারসন (Darla Kate Anderson) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই ঘটনার ভিডিও ৷
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, লাউঞ্জ বারের সামনে কিছু কেনার জন্য হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি ৷ পাশে রাখা ছিল একটি জলের বড় গ্লাস ৷ হঠাৎই বোতলটা নিজে নিজেই পড়ে গেল ৷ না কেউ সেটিকে ধরেছে, না কেউ কিছু করেছে ৷ গ্লাসটি পড়ে গিয়ে জল গড়িয়ে পড়ে চারদিকে ৷ এক অবাক করার মতোই ঘটনা ! চমকে ওঠেন ওই বারে উপস্থিত প্রত্যেকেই ৷
advertisement
পরে সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি দেখে চমকে উঠেছেন সবাই ৷ কেন এমন ঘটল, কারোর কাছেই এর কোনও উত্তর নেই ৷ গ্লাসটি যেভাবে উল্টে পড়েছে, তাতে মনে হচ্ছে কেউ সেটিকে ইচ্ছে করে ঠেলে ফেলে দিয়েছে ৷ কিন্তু কে ? এই রহস্যের উদঘাটন করা কারোর পক্ষে সম্ভব নয় ৷  এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: গ্লাসটি নিজে নিজেই হঠাৎ পড়ে গেল ! লাউঞ্জ বারের ভৌতিক ঘটনার ভিডিও সুপার ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement