Viral Video: গ্লাসটি নিজে নিজেই হঠাৎ পড়ে গেল ! লাউঞ্জ বারের ভৌতিক ঘটনার ভিডিও সুপার ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Viral video of Ghost pushing the glass in a bar: গ্লাসটি যেভাবে উল্টে পড়েছে, তাতে মনে হচ্ছে কেউ সেটিকে ইচ্ছে করে ঠেলে ফেলে দিয়েছে ৷
নয়াদিল্লি: ভূতে বিশ্বাস অনেকেই করেন ৷ আবার অনেকে করেন না ৷ অনেকসময়েই আমাদের সঙ্গে এমন অনেক কিছু ঘটে, যা শুনলে অবাস্তব বলে মনে হলেও তা বাস্তবেই ঘটে ৷ সেটা অবশ্য কী কারণে, তা সবারই অজানা ৷ কারণ যে কোনও অলৌকিক বা ভৌতিক বিষয় নিজের না অভিজ্ঞতা হলে বাকিরা কেউই বিশ্বাস করতে চান না ৷ তবে এখন অবশ্য সিসিটিভি ক্যামেরার দুনিয়া ৷ রাস্তাঘাটে হোক কিংবা শপিং মল, অফিস, রেস্তোরাঁ- সব জায়গাতেই রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা ৷ তাই দুষ্কৃতী থেকে শুরু করে ‘ভূত’ কেউই পার পাচ্ছেন না (Viral video of ‘ghost’ pushing glass in UK bar) ! সবই ক্যাপচার হচ্ছে ক্যামেরায় ৷
ব্রিটেনের সান্ডারল্যান্ডে সম্প্রতি একটি বারে একটি অলৌকিক ঘটনারই সাক্ষী থাকলেন প্রত্যেকে ৷ বারের মালকিন ডারলা কেট অ্যান্ডারসন (Darla Kate Anderson) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই ঘটনার ভিডিও ৷
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, লাউঞ্জ বারের সামনে কিছু কেনার জন্য হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি ৷ পাশে রাখা ছিল একটি জলের বড় গ্লাস ৷ হঠাৎই বোতলটা নিজে নিজেই পড়ে গেল ৷ না কেউ সেটিকে ধরেছে, না কেউ কিছু করেছে ৷ গ্লাসটি পড়ে গিয়ে জল গড়িয়ে পড়ে চারদিকে ৷ এক অবাক করার মতোই ঘটনা ! চমকে ওঠেন ওই বারে উপস্থিত প্রত্যেকেই ৷
advertisement
পরে সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি দেখে চমকে উঠেছেন সবাই ৷ কেন এমন ঘটল, কারোর কাছেই এর কোনও উত্তর নেই ৷ গ্লাসটি যেভাবে উল্টে পড়েছে, তাতে মনে হচ্ছে কেউ সেটিকে ইচ্ছে করে ঠেলে ফেলে দিয়েছে ৷ কিন্তু কে ? এই রহস্যের উদঘাটন করা কারোর পক্ষে সম্ভব নয় ৷ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2021 7:56 AM IST