Ravichandran Ashwin Gift: ইডেনের মাঠ কর্মীকে অশ্বিনের প্যাড উপহার, কলকাতার রসগোল্লা নিয়ে গেলেন কিউইরা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Ravichandran Ashwin's gift to Eden Gardens Groundsmen: ভারতীয় ক্রিকেটারদের থেকে ভালোবাসার উপহার পেয়ে আপ্লুত দীর্ঘদিনের সিএবির কর্মী বাবু বারিক ৷
কলকাতা: ইডেনে এখন ভাঙা হাট। দু'বছর পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হওয়ার পর এবার মন খারাপের সুর। একে একে খুলে নেওয়া হচ্ছে সমস্ত জিনিসপত্র। এক সপ্তাহের টানা ব্যস্ততার পর একটু মন খারাপ সিএবি কর্তা থেকে কর্মীদের। তবে এক মাঠকর্মীর মনে উচ্ছ্বাস (India vs New Zealand Match)।
ভারতীয় ক্রিকেটারদের থেকে ভালোবাসার উপহার পেয়ে আপ্লুত দীর্ঘদিনের সিএবির কর্মী বাবু বারিক। ইডেনের এই মাঠ কর্মীকে নিজের ব্যবহার করা প্যাড উপহার দিয়েছে রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ম্যাচ শেষে নিজের কিটব্যাগ থেকে প্যাড বের করে নিজের হাতে সিএবি কর্মীর হাতে তুলে দেন অশ্বিন। সই করা জার্সি উপহার দিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। আরও দু-একজন ক্রিকেটার তাদের খেলার সরঞ্জাম উপহার দিয়েছেন মাঠকর্মী বাবু বারিককে।
advertisement
advertisement
ক্রিকেটারদের ডেসিংরুমে দেখাশোনার কাজ করেন এই কর্মী। রোহিত থেকে বিরাট প্রত্যেকের সঙ্গে খুব কাছের সম্পর্ক বাবু বারিকের। শুধু উপহার নয়, সুযোগ পেলে ভারতীয় ক্রিকেটাররা বাবুর পরিবারের খোঁজখবরও নেন। অতীতে বিভিন্ন জরুরী দরকারে বাবুর পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররাই। ভারতীয় না নিউজিল্যান্ড দলের ক্রিকেটারদের ভালোবাসা পয়েছেন বাবু। খেলা শেষে আবদার মিটিয়ে সেলফিও তুলেছেন অনেকেই। অন্যদিকে শহর ছাড়ার আগে কলকাতার রসগোল্লা, মিষ্টি সঙ্গে করে নিয়ে গিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা।
advertisement

ম্যাচ খেলতে এসে কলকাতায় মিষ্টির অর্ডার দিয়েছিলেন বেশ কয়েকজন কিউই ক্রিকেটার। মিষ্টি খাওয়ার পর রীতিমত মুগ্ধ হয়ে যান প্রত্যেকে। তারপরই অর্ডার দিয়ে পরিবারের জন্য মিষ্টি নিয়ে গেলেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা (New Zealand Cricketers)। পার্ক স্ট্রিট থেকে বই অর্ডার দিয়ে কিনেছিলেন কয়েকজন ক্রিকেটার। শহর ছাড়ার সময় স্থানীয় ম্যানেজারকে দলের সব ক্রিকেটারদের সই করা ব্যাট উপহার দিয়েছে নিউজিল্যান্ড দল।
advertisement
শহর ছাড়ার আগে কলকাতার এক নামী শপিং মল থেকে জিনিসপত্র কেনার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত তা করতে পারেননি নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটাররা। ম্যাচের পরের দিন সকালের দিকে বিমান থাকায় তাড়াতাড়ি বিমানবন্দরে চলে যেতে হয় অনেককে। টেস্ট দলে থাকা ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে থাকায় তাঁরা যেতে পারেননি।
advertisement
ঈরণ রায় বর্মন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2021 4:39 PM IST