Viral: প্রেমে ধাক্কা? প্রাক্তনের নাম রাখতে পারেন আরশোলার নামে, সুযোগ মিলছে এখানে
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Viral: প্রাক্তনের সেই তালিকা এক্স-প্রেমিক এক্স-প্রেমিকা আগের অফিসের বস কোনও আত্মীয়ের নামও রাখা যেতে পারে আরশোলার নামে।
টরন্টো: শুধুমাত্র প্রাক্তনদেরই অনুমতি। সেই তালিকায় থাকতে পারবেন না বর্তমানেরা। প্রাক্তনের সেই তালিকা এক্স-প্রেমিক, এক্স-প্রেমিকা, আগের অফিসের বস, কোনও আত্মীয়ের নামও রাখা যেতে পারে আরশোলার নামে। হ্যাঁ, শুনতে অবাক লাগলে বাস্তবে এমনই অফার দিচ্ছে একটি চিড়িয়াখানা। কানাডার টরন্টো চিড়িয়াখানা বন্যপ্রাণী সংরক্ষণ সম্প্রতি এই মর্মে একটি ট্যুইট করেছে।
সেখানে তারা জানিয়েছে, চিড়িয়াখানার রাখা আরশোলাগুলির নামকরণ করা হবে। কেউ যদি তাঁর প্রাক্তনদের নাম করতে চান তাহলেও করতে পারেন। এই জন্য কিছু টাকা দিতে হবে। ভারতীয় মুদ্রায় সেই টাকার পরিমাণ ২ হাজার টাকা। ইতিমধ্যে সেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু কীভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে, সেই সম্পর্কেও তথ্য দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
advertisement
advertisement
Roses are red; violets are blue… Is there someone in your life that’s bugging you? Give them goosebumps by naming a cockroach in their honour this Valentine's Day ❤️
For more information or to symbolically name-a-roach: https://t.co/maFh8siDB5 🪳 pic.twitter.com/ZdB8EfUSjD — Toronto Zoo Wildlife Conservancy (@TZWConservancy) January 15, 2023
advertisement
প্রথমে Toronto Zoo Wildlife Conservancy ওয়েবসাইটটি খুলতে হবে। সেখানে ‘Dedication your donation’ অপশনে যেতে হবে। সেখানে ‘In honour of’ অপশনটি বেছে নিতে হবে। তারপরে সেখানে নাম এবং বাকি তথ্য দিতে হবে। এর পরে পেমেন্ট করতে।
advertisement
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যালেন্টাইনস ডে-র জন্য তারা এমন কর্মসূচি এনেছে। তার জন্য প্রাথমিক ভাবে প্রচুর সাড়া পেয়েছে। একবার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে একটি ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে। জানা গিয়েছে, বিষয়টি সামনে আসার পরেই কানাডাতে খুব জনপ্রিয় হয়েছে। অনেকেই অনলাইনে আরশোলার নাম প্রাক্তন প্রেমিক কিংবা প্রেমিকার নামে রাখছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 10:04 AM IST