Viral: 'এই সম্পর্কে আর আমি থাকব না,' বয়ফ্রেন্ডের বাড়িতে পা রেখেই আর্তনাদ যুবতীর
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Viral: যুবতী সোশ্যাল মিডিয়ার পোস্টে উল্লেখ করেছেন, প্রেমিকের বাবা মায়ের সঙ্গে দেখা করতে তিনি গিয়েছিলেন।
#বেজিং: সম্পর্ক ভেঙে যাওয়ার নেপথ্যে অনেক কারণ দেখা যায়। কখনও বিশ্বাস ভেঙে যাওয়া কিংবা অন্য কিছু কারণও সামনে আসে। কিন্তু কখনও এটা শোনা যায়নি যে, পছন্দ মতো খাবার না দেওয়ায় সম্পর্ক ভেঙে দিয়েছেন কেউ। অবাক করে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে চিনে।
এক যুবতী সোশ্যাল মিডিয়ার পোস্টে উল্লেখ করেছেন, প্রেমিকের বাবা মায়ের সঙ্গে দেখা করতে তিনি গিয়েছিলেন। সেখানে গিয়ে খুব খারাপ অভিজ্ঞতার মুখে পড়েন তিনি। সেখানে পরিবারের ব্যবহার মোটেও ভাল লাগেনি তাঁর। তিনি বলেন, "আমি ভেবেছিলাম কিছু চটকদার খাবার হবে। আমি নুডলস পছন্দ করি না। আমার বয়ফ্রেন্ড জানতেন আমি নুডলস পছন্দ করি না। কিন্তু খাবারের জন্য একটি নুডল ডিশ পরিবেশন করা হয়। কিন্তু অবাক হলাম যখন আমার বয়ফ্রেন্ড বলল, এটা তো সাধারণ মানুষ রোজ খান, আমার বাড়িতেও এইটা পাবে।"
advertisement
advertisement
পরে তাঁকে খেতে দেওয়া হয়, ডিম, কুমড়োর একটা সবজি। শেষে ওই মহিলা হতাশ হয়ে যান। ওই যুবতী সংবাদমাধ্যমে জানান, "আমি অনেক দিন ধরে এই সাক্ষাতের জন্য অপেক্ষা করছিলাম এবং খুব নার্ভাস ছিলাম। কিন্তু ওখানে যাওয়ার পরে আমার ধারনা সম্পূর্ণ বদলে যায়। দুই দিন পরে আমি আর ওই পরিবারের সঙ্গে থাকতে পারিনি। আমি সেখানে থেকে চলে গিয়ে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিই।"
advertisement
আরও পড়ুন, শিক্ষক নিয়োগে আরও গতি, পঞ্চম দফার ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের
আরও পড়ুন, আবাস যোজনা দুর্নীতিতে এবার মুখ খুললেন দেব, তারকা সাংসদের মুখে 'অন্য' সুর! যা বললেন ঘাটালে...
ওই মহিলার এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন নেটিজেনরা। কেউ বলেছেন, ওই যুবতীর বয়ফ্রেন্ডের খেয়াল রাখা উচিত ছিল যে তাঁর গার্লফ্রেন্ড কী খেতে পছন্দ করেন না। অন্যদিকে আবার কেউ কেউ ওই যুবতীর উপর দোষারোপ করেছেন। ওই যুবতীকে লোভীও বলেছেন নেটিজেনদের কেউ কেউ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 4:47 PM IST